জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ ৫ নভেম্বর ২০২৩, কৃষ্ণা সরকার- গতকাল ৪নভেম্বর মেমারি-১(পূর্ব) সিপিআই(এম) এরিয়া কমিটির কালসী ও মহেশপুর হতে ২টি মিছিল দেবীপুর স্টেশন বাজারে মিলিত হয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব‍্য রাখেন জেলা কমিটি সদস‍্য সনৎ ব‍্যানার্জী। বিষয়– প্রিপেড স্মার্ট মিটার রুখে দেওয়া। এবং যুবদের ইনসাফ যাত্রার সমর্থনে মেমারি-১(পূর্ব) এরিয়া কমিটি এলাকার ইছাবাছা হতে জ‍্যোৎচৈতন-চৌপিড়া হয়ে গৌরীপুরে একটি মিছিল ও পথসভা সংগঠিত হয়।

ভাতার ২এরিয়া কমিটির সাহেবগঞ্জ ১এ স্মার্ট মিটার ও বিদ্যুৎ বেসরকারিকরণের প্রতিবাদে গতকাল ৪ নভেম্বর কর্মী সভা আয়োজিত হয়,সভা শেষে মিছিল করা হয়।সভায় উপস্থিত ছিলেন,পার্টি নেতৃত্ব সিতাংশু ভট্টাচার্য ,তারাপদ ঘোষ, মানব সাহা,কালুরাম টুডুসহ অন্যান্য নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।