জেলা রাজ্য

উত্তর চব্বিশ পরগণা জেলার বামগণসংগঠনগুলিরপ্রতিবাদ আন্দোলন ও আমফান বিধ্বস্ত মানুষের সহায়তা


মুস্তাকিম আহমেদ খান: চিন্তন নিউজ:২৭শে জুন:– কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে উত্তর ২৪ পরগনা জেলায় এক কনভেনশন অনুষ্ঠিত হয়। সিটু, এ আই টি ইউ সি, ইউ টি ইউ সি, আই এন টি ইউ সি, শিল্পভিত্তিক ফেডারেশন , টি ইউ সি সি ও ১২ ই জুলাই কমিটির উদ্যোগে।
নিম্নলিখিত কারণে প্রতিবাদ
(১) ক্ষুদ্র ও লৌহ ইস্পাত সহ সকল শিল্পক্ষেত্রে সংগঠিত ও অসংগঠিত সমস্ত শ্রমিকদের লকডাউন চলাকালীন পূর্ণাঙ্গ ওয়েজ দিতে হবে।
(২) রাজ্য সরকারকে পরিযায়ী শ্রমিকদের পূণর্বাসন দিতে হবে।
(৩) সবার জন্য রেশন এবং আগামী তিনমাস কর দেন না এরকম প্রত্যেকের একাউন্টে ৭৫০০ টাকা দেওয়া সুনিশ্চিত করা হোক।
(৪)সামাজিক সুরক্ষা তহবিলের ১০০০০কোটি টাকা থেকে নথিভুক্ত শ্রমিকদের এককালীন ৫০০০ টাকা দেওয়ার দাবি সহ কর্পোরেট স্বার্থে নয়, শ্রমিকদের স্বার্থ সুনিশ্চিত করতে রাজ্য ও উপস্থিত ছিলেন কমরেড গার্গী চ্যাটার্জি, জহর ঘোষাল, শুভজিৎ দাশগুপ্ত সহ অন্যান্য জেলা নেতৃত্বসহ অন্যান্য কমরেডরা।

অপরদিকেউত্তর চব্বিশ পরগণা থেকে বিকাশ দে জানিয়েছেন, দেশে মজুত খাদ্যের পরিমাণ সাড়ে দশ কোটি টন। অন্যদিকে কোটি কোটি মানুষ অভুক্ত, আধপেটা খাবার জুটছে কোথাও। লকডাউন মানুষ ঘোষণা করেননি, করেছে সরকার। দায় সরকারের। কর্পোরেটবান্ধব সরকার ব্যস্ত শিল্পপতি তোষণে। আমফানে ক্ষতিগ্ৰস্ত পরিবারগুলোর পাশে নেই রাজ্যের প্রশাসন, চূড়ান্ত ব্যর্থ নিজেদের দলীয় চুরি রুখতে।

উত্তর ২৪ পরগণার আমফানে বিপর্যস্ত মিনাখাঁবাসীদের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে কমিউনিটি কিচেন পরিচালনায় সি পি আই (এম) সহ বামপন্থী গণসংগঠনগুলো। আজ সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দক্ষিণ দমদম আঞ্চলিক কমিটি ৪ ত্রাণ নিয়ে হাজির হরিণহুদা গ্ৰামে। কমিউনিটি কিচেনের সাহায্যে প্রয়োজনীয় উপকরণ এবং গ্ৰামবাসীদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি, চুড়িদার। উপস্থিত ছিলেন কমরেড মীনা চন্দ, জুলি দাস অপর্ণা বর্মণ, রত্না আচার্য্য সহ সংগঠনের কর্মীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।