সৌম্য পালোধি, চিন্তন নিউজ, ২৮ মে: ২০১৯ লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে এবং ফলাফল প্রকাশ হয়েছে ২৩ মে। এর পর থেকেই হিংসার খবর পাওয়া গেছে রাজ্যে তথা অন্য রাজ্য থেকে। প্রতিবেশী রাজ্যে বিহার থেকেও অশান্তির খবর পাওয়া গেছে। বেগুসরাইয়ে নাম জিজ্ঞাসা করে এক মুসলমান যুবকের উপর আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে। বাইক চালিয়ে কাজ থেকে ফিরছিলেন পেশায় সেলসম্যান মহম্মদ কাশিম নামে এক মুসলমান যুবক। অচিমকাই কুম্ভি গ্রামের কাছে তাঁর পথ আটকায় রাজীব যাদব নামে যুবক। প্রথমে তার নাম জিজ্ঞাসা করা হয় এবং কাছ থেকে গুলিচালায় সেই যুবক এবং বলেন পাকিস্তানে চলে যেতে। যুবকটি মদ্যপ অবস্থায় থাকায় গুলিটি তার গা ঘেঁষে বেরিয়ে যায় বলে জানান কাশিম। আরেকবার দ্বিতীয়বার বন্দুকে গুলি ভরার সময় যাদবকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কাশিম ও বাইক নিয়ে পালিয়ে যান। তারপর চেড়িয়া বারিয়ারপুর থানায় যাদবের বিরুদ্ধে অভিযোগ করেন কাশিম। কাশিম আরও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা কোনও রকম সাহায্য করেনি তাঁকে। পুলিশ জানায় রাজীবের সন্ধান চলছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন সি পি আই এর নেতা তথা যুব সমাজের এক নতুন মুখ কানহাইয়া কুমার। তিনি অভিযোগ করেন বিজেপি সরকারের নিষ্ক্রিয়তার ফলে এই ধরনের ঘটনা আরও বাড়ছে। তিনি আরও বলেন এর প্রতিবাদ সবাই করবে ও আমাদের পার্টি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। (ছবি প্রতীকী)
Related Articles
করোনা ভাইরাস মোকাবিলায় খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘ইলেকট্রনিক মাস্ক ‘।
গোপা মুখার্জি: চিন্তন নিউজ:৮ই জুলাই:-/অদৃশ্য ভাইরাসকে খতম করতে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের গবেষকরা দীর্ঘ পরিশ্রমের পর আবিষ্কার করলেন এক নতুন ফর্মুলা । চুল-চিরুনির ঘর্ষনে তৈরি হয় স্থির তড়িৎ , আর এই তত্ত্বকে কাজে লাগিয়েই গবেষকরা তৈরি করলেন ‘ইলেকট্রনিক মাস্ক ‘। তাঁরা জানিয়েছেন মাস্ক তৈরির মূল উপাদান হ’ল দুটি …..ট্রাইবো ইলেকট্রিক মেটেরিয়াল (কাপড় , সিল্ক ) আর […]
পশ্চিমবঙ্গেরপরিযায়ী শ্রমিকরা অথৈ জলে, সরকারি উদাসীনতায়
কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:৩রা মে:– বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের রূপকার লেনিনের জন্মদিন, শ্রমিকের অধিকার সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন ‘মে দিবস’ পালিত হ’ল এক ভিন্ন আবহে, এই রাজ্যের ২ লক্ষ শ্রমিক ভাই আজ লকডাউনের জন্য আটকে রয়েছেন ভিন রাজ্যে। এক অবর্ণনীয় কষ্টের মধ্যে অর্ধাহারে, অনাহারে, রোদ বৃষ্টিতে ভিজে কোথাও বা পুলিশের ডান্ডার ঘায়ে কিংবা বিষাক্ত রাসায়নিকে […]
কৃষকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে নামমাত্র বৃষ্টি
সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৪ জুলাই: মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হয়েছিল ১৭.৬৯ সেন্টিমিটার। তারপর আর তেমন ভাবে বৃষ্টি হয়নি। মে মাসের ওই বৃষ্টি হয়েছিল ফেনীর দাপটে। কিন্তু তারপর থেকে ঝাড়্গ্রাম-পশ্চিম মেদিনীপুরে মোট সাতবার বৃষ্টি হয়েছে আর তার পরিমান ২২ থেকে ২৪ সেন্টিমিটার। এই অল্প বৃষ্টিতে মাটি তো ভিজলোই না শুধু মাটির উপর ধুলো ভিজিয়ে […]