দেশ রাজ্য

ভোট পরবর্তী হিংসা বিভিন্ন রাজ্যে


সৌম্য পালোধি, চিন্তন নিউজ, ২৮ মে: ২০১৯ লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে এবং ফলাফল প্রকাশ হয়েছে ২৩ মে। এর পর থেকেই হিংসার খবর পাওয়া গেছে রাজ্যে তথা অন্য রাজ্য থেকে। প্রতিবেশী রাজ্যে বিহার থেকেও অশান্তির খবর পাওয়া গেছে। বেগুসরাইয়ে নাম জিজ্ঞাসা করে এক মুসলমান যুবকের উপর আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে। বাইক চালিয়ে কাজ থেকে ফিরছিলেন পেশায় সেলসম্যান মহম্মদ কাশিম নামে এক  মুসলমান যুবক।  অচিমকাই কুম্ভি গ্রামের কাছে তাঁর পথ আটকায় রাজীব যাদব নামে যুবক।  প্রথমে তার নাম জিজ্ঞাসা করা হয় এবং  কাছ থেকে গুলিচালায় সেই যুবক এবং বলেন পাকিস্তানে চলে যেতে।  যুবকটি  মদ্যপ অবস্থায় থাকায় গুলিটি তার গা ঘেঁষে বেরিয়ে যায় বলে জানান কাশিম। আরেকবার  দ্বিতীয়বার বন্দুকে গুলি ভরার সময় যাদবকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কাশিম ও বাইক নিয়ে পালিয়ে যান। তারপর চেড়িয়া বারিয়ারপুর থানায় যাদবের বিরুদ্ধে অভিযোগ করেন কাশিম। কাশিম আরও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা কোনও রকম সাহায্য করেনি তাঁকে। পুলিশ জানায়  রাজীবের সন্ধান চলছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন  সি পি আই এর নেতা তথা যুব সমাজের এক নতুন মুখ কানহাইয়া কুমার। তিনি অভিযোগ করেন বিজেপি সরকারের নিষ্ক্রিয়তার ফলে এই ধরনের ঘটনা আরও বাড়ছে। তিনি আরও বলেন এর প্রতিবাদ সবাই করবে  ও আমাদের পার্টি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। (ছবি প্রতীকী)


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।