সৌম্য পালোধি, চিন্তন নিউজ, ২৮ মে: ২০১৯ লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে এবং ফলাফল প্রকাশ হয়েছে ২৩ মে। এর পর থেকেই হিংসার খবর পাওয়া গেছে রাজ্যে তথা অন্য রাজ্য থেকে। প্রতিবেশী রাজ্যে বিহার থেকেও অশান্তির খবর পাওয়া গেছে। বেগুসরাইয়ে নাম জিজ্ঞাসা করে এক মুসলমান যুবকের উপর আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে। বাইক চালিয়ে কাজ থেকে ফিরছিলেন পেশায় সেলসম্যান মহম্মদ কাশিম নামে এক মুসলমান যুবক। অচিমকাই কুম্ভি গ্রামের কাছে তাঁর পথ আটকায় রাজীব যাদব নামে যুবক। প্রথমে তার নাম জিজ্ঞাসা করা হয় এবং কাছ থেকে গুলিচালায় সেই যুবক এবং বলেন পাকিস্তানে চলে যেতে। যুবকটি মদ্যপ অবস্থায় থাকায় গুলিটি তার গা ঘেঁষে বেরিয়ে যায় বলে জানান কাশিম। আরেকবার দ্বিতীয়বার বন্দুকে গুলি ভরার সময় যাদবকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কাশিম ও বাইক নিয়ে পালিয়ে যান। তারপর চেড়িয়া বারিয়ারপুর থানায় যাদবের বিরুদ্ধে অভিযোগ করেন কাশিম। কাশিম আরও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা কোনও রকম সাহায্য করেনি তাঁকে। পুলিশ জানায় রাজীবের সন্ধান চলছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন সি পি আই এর নেতা তথা যুব সমাজের এক নতুন মুখ কানহাইয়া কুমার। তিনি অভিযোগ করেন বিজেপি সরকারের নিষ্ক্রিয়তার ফলে এই ধরনের ঘটনা আরও বাড়ছে। তিনি আরও বলেন এর প্রতিবাদ সবাই করবে ও আমাদের পার্টি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। (ছবি প্রতীকী)
Related Articles
PROVIDING APPLICATIONS FOR THE PRODUCTIVE STUDENT
PROVIDING APPLICATIONS FOR THE PRODUCTIVE STUDENT UPDATE: We’d a wonderful Tweets party yesterday. The victorious one of the Collection was @ChaCha572. The suite will be always going her solution soon! Thank you everyone for the enthusiasm plus support particularly @TheOnlineMom @TheTechDad and @geekbabe for website hosting the occasion and producing me really feel welcome. Here’s […]
নিয়মবিরুদ্ধ ভাবে কেন্দ্রীয় অনুমোদন ছাড়াই কেন্দ্রের জমি এবার উদ্বাস্তুদের।।
চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২৭শে নভেম্বর:–নিয়মবিরুদ্ধ ভাবে কেন্দ্রীয় অনুমোদন ছাড়াই কেন্দ্রের জমি এবার উদ্বাস্তুদের।।নিয়মবিরুদ্ধ ভাবে এবার কেন্দ্রীয় সরকারের ও ব্যাক্তি মালিকানাধীন জমিতে পরিকল্পনাহীন ভাবে গড়ে ওঠা উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের ,ফ্রি হোল্ড’ বা দলিল তুলে দেবে রাজ্য সরকার।সোমবার নবান্নের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।আপাতদৃষ্টিতে এই সিদ্ধান্ত জনকল্যান মূলক একটা পদক্ষেপ তাতে কোনও সন্দেহের অবকাশ নেই।কিন্তু সমস্যা হোলো এইভাবে […]
হাওড়া জেলার পথের দাবী শাখা’র আয়োজনে এক প্রতিবাদী সন্ধ্যা—-
আশিস দেব: চিন্তন নিউজ:৯ই জানুয়ারি:- কৃষক আন্দোলনে উত্তাল এখন গোটা দেশ । সেই আন্দোলনের ঢেউ এসে পৌঁছেছে এই বাংলায়ও। রাষ্ট্রের উদ্যোগে নামিয়ে আনা অন্ধকার আর মৃত্যুর ভর্ৎসনার চোখে চোখ রেখে সৃষ্টির মাধ্যমে নতুন ভোরের বীজ বুনে চলেছে গণনাট্যের শিল্পীরা । সাধারণ মানুষের উপস্থিতি সংহতি জানালো আন্দোলনরত কৃষকদের । এই আয়োজনে পরিবেশিত গান, নাচ, আবৃত্তি, নাটক […]