কলমের খোঁচা

সময়ের ডাক – ভারতী বন্দোপাধ্যায়


নিত্য দিনের সূর্য ওঠার সময়
নিয়ম মেনে একই ধারায় চলে
পাথর ভাঙ্গা মেহনতী দুই হাত
নতুন সূর্য আবার দেখবে বলে ।

শরীর জুড়ে ভীষণ খরতাপে
বিন্দু বিন্দু ঘামের চুঁইয়ে পড়া
অভুক্ত পেটে হিসাবের সেই খাতা
মনের মধ্যে বিদ্রোহ যাপন করা ।।

সামনে আসছে নতুন দিনের ভোর
জেগে ওঠো শ্রমিক মজুর ভাই
ঝরে পড়া ঘামের প্রতিটি ফোঁটার
মেহনতীদের হিসাব মেটানো চাই ।

গর্জে ওঠার সময় হয়েছে শোন
রক্ত গোলাপে রক্তের প্লাবনে
ঘামের বদলে রক্ত ঝরার দিনে
প্রতিবাদ আর প্রতিরোধ শ্লোগানে ।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।