রাজ্য

পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি বার্ণপুর শহর কমিটির ডেপুটেশন


সঞ্জিত রায়:চিন্তন নিউজ:২৭শে সেপ্টেম্বর:–পশ্চিমবঙ্গ বস্তী উন্নয়ন সমিতি,বার্ণপুর শহর কমিটির উদ্যোগে 27শে ডিসেম্বর আসানসোল পৌর নিগমের 5 নং বরো কমিটির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেওয়া হয়।দাবীগুলির মধ্যে ছিল-
1) সমস্ত বস্তীবাসীদের রেশন কার্ড দিতে হবে।
2) বস্তী এলাকার উন্নয়নের জন্য পৌর নিগমের বাজেটের 25% ব্যয় করতে হবে।
3) বস্তীবাসীদের সকলকে বাসস্থানের জমির পাট্টা দিতে হবে।
4)বস্তীবাসীদের জাতির শংসাপত্র দিতে হবে।
5) বস্তীবাসীদের পেনশন সহ সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিতে হবে।
6)বস্তীবাসী এলাকায় শৌচালয়ের ব্যবস্থা করতে হবে এবং ডেঙ্গুর প্রতিষেধকের ব্যবস্থা করতে হবে।
ডেপুটেশনের নেতৃত্ব দেন জেলা নেতা বিদ্যুৎ মুখুটি, কৃষ্ণেন্দু ঘোষ, কালিশঙ্কর দত্ত, কাজল ব্যানার্জী প্রমূখ।উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব সুজিত মুখার্জী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।