বিদেশ

সংকটে প্যারিস।


বিশেষ প্রতিবেদন, মিতা দত্ত: চিন্তন নিউজ:১৮/০৩/২০২৩:– ১৮৭১ এর প্যারী কমিউনের শহর আবার জেগে উঠেছে। সাম্প্রতিক ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন অবসরের বয়েস বৃদ্ধি করতে চেয়েছেন । রাষ্ট্রপতির এই একক সিদ্ধান্তকে গনতন্ত্রের বিপর্যয় হিসেবে দেখছে সাধারণ মানুষ। নানাবিধ কারনে প্যারিস শহরটি বেশ কিছুদিন উত্তাল অবস্থায় রয়েছে,যার প্রতিফলন ঘটছে রাস্তায় । এই অস্থিরতার মধ্যে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর করেছে। এই পদক্ষেপটি ব্যাপক বিরোধিতা এবং সমলোচনার সম্মুখীন হয়েছে। অনেকে এটিকে গনতন্ত্রের বিপর্যয় হিসেবে দেখছেন।

ম্যাক্রোর পেনসন সংস্কার অংশ হিসেবে উত্থাপিত বিলটি সারা দেশে শ্রমিক ও ট্রেড ইউনিয়নের প্রতিরোধের সম্মুখীন হয়েছে। প্রস্তাবিত সংস্কারের বিরুদ্ধে অসংখ্য প্রতিবাদ ও ধর্মঘট হয়েছে। অনেকেরেই যুক্তি যে এটি পেনসনের সুবিধা হ্রাস করবে এবং ফরাসী নাগরিকদের দীর্ঘ কর্মজীবনের দিকে নিয়ে যাবে। এই পদক্ষেপটি কতৃত্ববাদী প্রবনতার ইঙ্গিত দেয়। এটি ফ্রান্সের গনতান্ত্রিক রীতি নীতির পরিপন্থী হিসাবেই বিবেচিত হচ্ছে জনসাধারণের মধ্যে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।