রাজ্য

সরকারি উদাসীনতায় সাধারণ মানুষের, অনিশ্চিত ভবিষ্যৎ


স্বাতী শীল : চিন্তন নিউজ:৭ইমে :- সরকারি বরাদ্দ মাত্র ২ কেজি চাল আর আলু। তাও আলু গরহাজির। ডালের পাত্তা নেই। আর “চাল চাইলে ওরা বলে, এখন নেই যা পালা।চাল এলে পাবি।”বাড়িতে বাচ্চা আছে। আমরা না খাই ওরা তো খেতে চায়। বাচ্চার দুধ টুকু কেনার পয়সা নেই।দোকানে ৩৫০ টাকা দাম বলছে।কাজ নেই কতদিন। চাল কিনব না বাচ্চার জন্য দুধ?,,,হুগলি ঘাটের দিকের বস্তিতে থাকা কিছু মানুষ এভাবেই বাড়ি বাড়ি চাল ডাল চেয়ে বেড়াচ্ছেন। হয়তো আর্থিক সংগতি ছিল,সচ্ছলতা না থাকলেও। কিন্তু লক ডাউন আজ পথে নামতে বাধ্য করেছে তাদের।যখন তাদেরকে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল,তারা দূরেই দাঁড়িয়ে রইলেন।
বললেন,”আমাদেরও বাড়িতে বাচ্চা আছে দিদি,তাই বুঝি।ছোঁয়া বাঁচিয়ে চললে কেন কিছু মনে করব?”

ওনারা প্রয়োজনীয় জিনিস নিয়ে তো চলে গেলেন কিন্তু কিছু প্রশ্ন রেখে গেলেন।এভাবে আর কতদিন?পরিকল্পনাহীন এই লক ডাউনে নিম্ন মধ্যবিত্ত আজ রাস্তায় নেমে এসেছে বাধ্য হয়ে।এমন অনেক পরিবার আছে যাঁদের সত্যি প্রয়োজন আছে কিন্তু মধ্যবর্তী মানসিকতা তাদের সাহায্যপ্রার্থী হওয়া থেকে বিরত রাখে।এদের কি হবে শেষপর্যন্ত?ঘরের ঘেরাটোপে নিশ্চিন্তে বসে আমরা যারা ভেবে নিচ্ছি ১০ কেজি চাল আর ১০ কেজি ডাল তো মজুদ রয়েছে,আপাতত আরও কটা দিন আমার সন্তান থাকবে দুধেভাতে,কাল আমরাও বাচ্চার দুধ কিনতে গিয়ে ৩৫০ শুনে দীর্ঘশ্বাস ফেলে চলে আসব না যে,এর নিশ্চয়তা কে দেবে?


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।