রাজ্য

রাজ্য সরকারি কর্মিদের ছুটি বাড়ল আরো একদিন-


অনুপম মিশ্র:চিন্তন নিউজ:১৬ই অক্টোবর:–রাজ্য সরকারি কর্মিদের ছুটি বাড়ল আরো একদিন- আগামী ৩রা নভেম্বর রবিবার ছট পূজা,তাই সোমবারও ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারি কর্মিদের। আজই মন্ত্রীসভার বৈঠকের পর এই সিদ্বান্তের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।
এর আগে এবছরই বিদ্যালয়গুলিতে অযাচিতভাবে ৬৫ দিনের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। যদিও প্রবল চাপের মুখে শেষ পযর্ন্ত বিদ্যালয়গুলির ছুটি কমাতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। এছাড়াও বিভিন্ন উৎসবের নাম করে রাজ্যে হিসেব বহির্ভূত ছুটির সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে এই তৃণমূল সরকারের আমলে।

এই সরকার ক্ষমতায় আসার পরেই ধর্মঘটের বিরোধীতা করে জনগণের সাংবিধানিক অধিকার খর্ব করেছে। মানুষকে বোঝাতে চেয়েছিল যে ধর্মঘট কর্মসংস্কৃতি নষ্ট করে। রাজ্যের মানুষের কথায় এইসব অযাচিত ছুটি রাজ্যের কর্মসংস্কৃতি ভীষন ভাবে ক্ষতি করছে। বর্তমান সরকারের আমলে রাজ্যে কর্মদিবস আগের থেকে অনেক কমেছে। এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের মানুষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।