খেলাধূলা

করোনা’র জেরে অলিম্পিক মশাল প্রদর্শনী সরানো হ’ল


মীরা দাস: চিন্তন নিউজ:৮ই এপ্রিল:- জাপান অলিম্পিক কমিটি করোনার জেরে অলিম্পিকের মশাল প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হ’ল। জাপানের প্রধান মন্ত্রী শিঞ্জো আবে ভাইরাস সংক্রমনের ফলে দেশ জুড়ে জরুরী ব্যবস্থা ঘোষনা করেছেন, সাথে সাথে ২০২০ টোকিও অলিম্পিক পিছিয়ে দেবার ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষনা করেন। এই অগ্নিশিখা উত্তর জাপানের ফুকুশিমায় সাধারণ মানুষের দেখার উদ্দেশ্যে প্রকাশ্যে রাখা হয়েছিল, কিন্তু করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় অলিম্পিক কমিটি মশাল প্রদর্শনী সরিয়ে নেবার এক কঠোর সিদ্ধান্ত নেন। কমিটির এক সদস্য বলেন, এপ্রিলের শেষ পর্যন্ত, এই মশাল প্রদর্শনীর ব্যবস্থা ছিল ,দেশের স্বার্থে পরিস্থিতি র উন্নতির জন্য মশাল প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছেন।

এই শিখার শুভসুচনার দিন গ্রীসের অলিম্পিয়া ছিল জনশুন্য, জাপানে এসে পৌঁছায় এই শিখা ২০ মার্চ, এবং তা দেখার জন্য উৎসাহি মানুষ ভিড় জমিয়ে ছিলেন কিন্তু সময়ের পরিপ্রেক্ষিত সব কিছু পাল্টেছে। ২৬ মার্চ টর্চ রিলে হওয়ার কথা ছিল। ২৪ জুলাই অলিম্পিক শরু হওয়ার দিন আরও নানাবিধ পরি কল্পনা ছিল জাপানের অলিম্পিক কমিটির কাছে, তবে এখন সেই অনুষ্টান হবে ২৩ জুলাই ২০২১ ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।