দেশ

গ্রেফতার মেহেবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ ।


মীরা দাস :চিন্তন নিউজ:৬ই আগস্ট:মেহবুবা মুফতি ও আবদুল্লাহ কে গ্রেফতার করা হলো …

প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহকে রবিবার গভীর রাতে গৃহবন্দি করা হয়েছিল ,সুত্রের খবর ৩৭০ ধারা বিলোপের পর তাঁদের সতর্কতা মুলক গ্রেফতার করা হয়েছে এবং সরকারি অতিথি শালায় ,রাখায় ব্যবস্থা করা হয়েছে ।গত সপ্তাহে জঙ্গী নাশকতার আতঙ্ক যখন ছড়িয়েছিল ,উপত্যকা জুড়ে তখন সেনা মোতায়েন নিয়ে সরব হয়েছিলেন পি.ডি.পি নেত্রী মেহবুবা । ইতি মধ্যে ওমর আবদুল্লাহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে যাবেন বলে হুশিয়ারি দিয়েছেন ।
এই সতর্কতা। মুলক গ্্ররেগ্প্তা্রের কারন এরা মুক্ত থাকলে আন্দোলনের আঁচ পড়তে পারে ।গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই রেড অ্যালার্ট জারি করা হয় এবং অমরনাথ যাত্রা বাতিল করা হয় ।তীর্থযাত্রীদের বায়ুসেনার বিমান ব্যাবহার করে তাদের তাদের ফিরিয়ে আনা হয় এবং কাশ্মীর ছেড়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয় ।সোমবার সকালে নরেন্দ্র মোদি সভার বৈঠক ডাকেন ।ক্যাবিনেটে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রস্থাব করেন ৩৭০ ধারা বিলোপের এবং পাশ হয়ে মন্ত্রী সভায় এরপরেই আইন মন্ত্রকের ড্রাফট চলে যায় ,রাষ্ট্রপতির কাছে এবং তাতে সিলমোহর দেন ,রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।