রাজ্য

নির্বিকার প্রশাসন -জবাব দিলেন মানুষ—


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২৫শে সেপ্টেম্বর:- একটা ভাঙ্গা বাঁশের সেতু—–আজ ১৫ দিন হয়ে গেলো -তার উপর দিয়ে যাতায়াত সারা এলাকার মানুষের। নির্বিকার ব্লক প্রশাসন তাই গ্রামের মানুষ বা্ধ্য হয়ে নিজেরা টাকা তুলে নিজেরাই স্বেচ্ছা শ্রম দিয়ে ভাঙা সেতুর গায়ে নতুন বাঁশের সেতু তৈরি করছেন—-ঘটনা মেদিনীপুর জেলার দাসপর থানার সোলাডোবা খালের উপর।

এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের যাতায়াত।। স্কুল ছাত্র থেকে সাধারণ সব মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা।। সাইকেল-বাইক সব যাতায়াত করে।। সেই সেতু ভেঙে রয়েছে আজ ১৫ দিন।। অন্ধ প্রশাসন।। তরুন কুমার হাজরা—কালীপদ ভুক্ত—জয়দেব দাসরা স্বেচ্ছা শ্রম দিতে দিতেই বললেন ওই সেতু মেরামতের ভুয়ো খরচ দেখিয়ে এক লক্ষ নয় হাজার টাকা আত্মসাৎ করেছে ক্ষমতাসীন দল।

সেই সময়ে গ্রামের মানুষ জানান বিডিও কে কিন্তু
দোষী দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তো দূরের কথা এখন প্রতিহিংসা বশতঃ সেতু সারানো হচ্ছে না।। এই বিপদে প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি। সেতুটির চারটি পিলার—–পাটাতন ভেঙে ঝুলে রয়েছে।।। যাতায়াত এর একমাত্র পথ এটাই।। তাই বাধ্য হয়ে নিজেরাই সেতু নির্মাণ করছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।