শিক্ষা ও স্বাস্থ্য

লিচু কখন খেলে ক্ষতি, কখন ফলপ্রসু ??বিষেশজ্ঞদের মত কি?


চিন্তন নিউজ:২৯শে মে,২০১৯: মীরা দাস:– লিচু খাবার আগে জেনে নেওয়া ভালো।

লিচু একটি সুস্বাদু ফল ,কিন্তু গবেষকরা জানিয়েছেন যে এই ফল খালি পেটে খাওয়া একদম উচিৎ নয় ,বিপদ হতে পারে ,এমনকি শিশুদের বেলায় খুব সতর্কতা প্রয়োজন আছে ,না হলে মৃত্যু পর্যন্ত্য আসতে পারে ,বলে গবেষক রা জানিয়েছেন এই তথ্য .।
আর ও জানিয়েছেন যে লিচুতে প্রচুর পরিমানে ” মিথাইল সাইকোপ্রোপাইল গ্লাইসিন এম সি পিজি নামের একটি রাসায়নিক পদার্থ আছে যা শরীরে প্রবেশ করলে শর্করা কমে যায় ,ফলে শরীর দুর্বল হয়েে পড়ে ,বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত্য হ’তে পারে । খাবার খাওয়ার পর ভর্তিপেটে লিচু খাওয়া খুব ভালো। তার সাথে গবেষকরা এও জানিয়েছেন কাঁচা লিচু খাওয়া একদম উচিৎ নয়। কাঁচা লিচু খেলে শিশুদের খিচুনি এবং বমি হতে পারে, তারপর অজ্ঞান হয়ে যেতে পারে শেষে মৃত্যু ও হ’তে পারে, সুতরাং শিশুদের লিচু খাওয়নোর ব্যাপারে সতর্ক থাকা উচিৎ। গবেষকরা জানিয়েছেন খালিপেটে লিচু খাওয়া যেমন ক্ষতিকারক তেমন কাঁচা লিচু খাওয়া খুব ক্ষতি কারক । পাকা লিচু ভরতি পেটে খাওয়া খুবই উপকারি। তাাই ভরা পেটে পাকা লিচু অবশ্যই খান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।