সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১৬ই নভেম্বর:-বর্তমান সময়ে সংসার জীবনে সবাই ব্যস্ত নিজের কাজকর্ম নিয়ে —- ফলে বাজারে যাওয়ার সময় নেই। এদিকে মাছ ছাড়া ভাত রোচে না বাঙালির। অফিস ফেরতা শপিং মলে যাওয়া এবং সেখান থেকে অন্যান্য জিনিসপত্রের সাথে মাছের প্যাকেট নিতে ভুল হয় না। কিন্তু সম্প্রতি জানা গেছে এই মাছেও আছে করোনা ভাইরাস যা গোটা বিশ্বকে বিপদে ফেলেছে। চিন দাবী করেছে কলকাতা থেকে পাঠানো ফ্রোজেন মাছের প্যাকেটে মিলেছে করোনা ভাইরাস। খবরে প্রকাশ কলকাতার যে সংস্থা থেকে পাঠানো হয়েছিল ঐ ফ্রোজেন মাছ, আপাতত তিনদিন তাদের থেকে খাদ্যপন্য আমদানি করা বন্ধ করেছে। ফ্রোজেন মাছ যে সংস্থা আমদানি করেছে সেই সংস্থার কর্মীদের করোনা সংক্রমণ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে।। চিন আপাতত তিন সপ্তাহ ও সংস্থা থেকে খাদ্য সামগ্রী নেওয়া বন্ধ করেছে।। চিন দাবী করেছে এই প্রথমবার নয় এর আগেও ভারত থেকে পাঠানো ফ্রোজেন মাছের প্যাকেটে করোনা ভাইরাস এর অস্তিত্ব পাওয়া গিয়েছিল।
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে গোটা বিশ্ব ত্রাহি ত্রাহি রব তুলেছে তখন এক অদ্ভুত ব্যাপার চোখে পড়েছে গবেষকদের। দেখা গেছে করোনা ভাইরাস শিশু দের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে না। তাঁরা গবেষণা চালিয়ে দেখেন করোনা ভাইরাস ফুসফুসের যে জায়গায় সংক্রামিত করে শিশুদের ফুসফুসে সেই জায়গা টা তৈরি হয় না। সেখানে দু একটা ব্যতিক্রম ছাড়া শিশু দের একদম ই কাবু করতে পারে নি করোনা ভাইরাস। গবেষকেরা জানিয়েছেন যে করোনা আক্রান্ত মা শিশুর জন্ম দিচ্ছেন কিন্তু সেই শিশু ও করোনা মুক্ত।
এদিকে খবরে প্রকাশ যে উৎসবের মরশুমে দিল্লিতে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। বর্তমানে রোজ প্রায় ৭ হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলছেন যে বায়ুদূষণ এর ফলে করোনা ভাইরাস এর এই বাড়বাড়ন্ত। গবেষকেরা জানিয়েছেন শীতের মরশুমে করোনা সংক্রমণ আরও বাড়বে।। দিল্লি তে করোনা ভাইরাস সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে একটা আশার আলো দেখতে পাওয়া গেছে।। রাশিয়া থেকে করোনা ভ্যাকসিনের স্পুটনিক -ভি চলে এসেছে ভারতে। এর ট্রায়াল খুব শীঘ্রই শুরু হবে জানা গেছে।।