নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১০ই ডিসেম্বর:–রাজ্যসরকারের বিরুদ্ধে একযোগে আন্দোলনে নামল বামফ্রন্ট ও কংগ্রেস। আজ মুর্শিদাবাদের কান্দিতে বামফ্রন্টের লংমার্চের অঙ্গ হিসাবে ধর্ণায় বসে বাম ও কংগ্রেস একযোগে।
আজ কান্দি ব্লক অফিসের সামনে কর্মীরা ধর্ণায় বসে মূলত:ব্লক,পৌরসভা,পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সর্বস্তরের দূর্ণীতির বিরুদ্ধে। স্থানীয় বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেস পৌরসভা,ব্লক,পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমস্ত স্তরে ক্ষমতা দখল করে রেখে যারপরনাই লুঠ করছে। পৌরসভা থেকে পঞ্চায়েত এলাকায় যেসব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার কথা, তাদের কাছে উক্ত সংস্থাগুলো দশ/বিশ হাজার টাকা নিয়ে রেখে দিয়েছে কিন্তু বাড়ি করে দিচ্ছে অন্য লোকের। ছোট থেকে বড় নেতা সবাই পকেট ভরতে ব্যস্ত।
এ ব্যাপারে বিডিও কে লিখিত অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আজ বামফ্রন্ট ও কংগ্রেস একযোগে বিক্ষোভে সামিল।