রাজ্য

শিলিগুড়িতে দুটি কচ্ছপ সহ গ্রেফতার ১


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:২৭শে জানুয়ারি:– শিলিগুড়িতে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা বিক্রির আগে দুটি কচ্ছপ উদ্ধার করল চোরাচালানকারীদের কাছে থেকে। ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম বিট্টু দাস, শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাষা এলাকার বাসিন্দা।  

জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল দুপুরে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ির সুপার মার্কেটে অভিযান চালায় বনকর্মীরা।সেখানে দুটি কচ্ছপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বেলাকোবা রেঞ্জ অফিস সূত্রে জানা গিয়েছে, চোরাচালানকারীরা বিভিন্ন জায়গা থেকে কচ্ছপ গুলিকে শহরের বিভিন্ন মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে।সোমবার শিলিগুড়ির  সুপার মার্কেটে উদ্ধার হওয়া কচ্ছপ দুটিকে বিহার থেকে নিয়ে এসেছিলো।ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে জানা গেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।