সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১০ই ডিসেম্বর:–পদযাত্রায় “ধ্বংস ভূমি সিঙ্গুর কাজ চাই, শিল্প চাই,এই আহ্বান জানিয়ে ধ্বংস ভূমি সিঙ্গুর এর আনন্দ নগর থেকে পদযাত্রা করে চন্দন নগর বাগবাজার মোড়ে জি.টি রোডে পৌঁছায়।। ওখানে চিত্তরঞ্জন থেকে কলকাতায়মুখী মুল লঙ মার্চ কে সংহতি জানান হয়। এখানে সিঙ্গুর,ধনেখালি,ও তারকেশ্বরের বিভিন্ন গনসংগঠন এর কর্মী সমর্থক রা এই পদযাত্রা যে অংশ নেন।। আনন্দ নগর বাজারে বক্তব্য রাখেন ডিওযাইএফ আই রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জি।। সভা পরিচালনা করেন সিআইটিইউ নেতা রঞ্জিত মন্ডল।
মীনাক্ষী মুখার্জি বলেন সিঙ্গুর এর বুকে তৈরি হওয়া কারখানা ডিনামাইটের সাহায্য ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।। এখানে গাড়ি তৈরি করার সময় সেই কারখানার কাজ বন্ধ করতে ধর্নাতে বসে পড়েন ।। লকেট চ্যাটার্জিও রাজনাথ সিং এই ধর্না মঞ্চ তে দেখা করতে এসেছিলেন।। দিন বদলেছে আজ ছাত্র যুবকরা কাজের দাবিতে লঙ মার্চ এ হাঁটছেন।। ধামসা,মাদল সহ আদিবাসী রমনীরা কলসী মাথায় উপস্থিত পদযাত্রাকে উদ্দীপ্ত করেন।। মাঠে মাঠে চরম ব্যস্ততা।।আলু বসানো, পিঁয়াজ রোয়া চলছে।। পদযাত্রা চলাও সময় রাস্তার দুই ধারে মানুষ এর ভীড় চোখে পড়ার মতো।।
