জেলা

কলকাতার টুকিটাকি…


চিন্তন নিউজ:– ০৪/০৭/২০২৩:- … সাবির আলি মোল্লা…..ঢাকুরিয়া বাজারে সব্জি বিক্রেতা।এবারের পঞ্চায়েত নির্বাচনে হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েত,দক্ষিণ বারাসত, জয়নগর ১নং ব্লকের প্রার্থী।তার হাতে টালীগঞ্জ ১ এরিয়া কমিটির পক্ষ থেকে নির্বাচনী পতাকা তুলে দেওয়া হলো।

আজকে ঢাকুরিয়া বাজারের আর একজন সব্জী বিক্রেতার বৌমা রুমা সাপুই ও দাদা জয়দেব মন্ডল প্রতাপ নগর গ্রাম পঞ্চায়েত, সোনারপুর-১নং ব্লকের প্রার্থীর জন্য টালীগঞ্জ ১এরিয়া কমিটির পক্ষ থেকে নির্বাচনী ফ্লাগ দেওয়া হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।