সুপর্না রায়ঃ-চিন্তন নিউজঃ-আগামী ২৬ শে সেপ্টেম্বর ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা যা প্রায় সত্তর বছর পর ঘটবে । সৌরমন্ডলের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি যা পৃথিবীর থেকে প্রায় এগারো গুন বড়ো । এই বৃহস্পতি গ্রহ কে ঘিরে মহাকাশ বিজ্ঞানীদের উৎসাহ এর অন্ত নেই । বৃহস্পতি র উপগ্রহগুলি থেকে শুরু করে এর গতিপথ বা গতিবেগ নিয়ে সবসময় চলছে গবেষণা । এই গ্রহ ঘিরে এতটাই উৎসাহ কিছু কিছু সৌর বিজ্ঞানীদের রে তাঁরা দিনের প্রায় চব্বিশ ঘন্টাই টেলিস্কোপ এ নিরিক্ষন করে চলেছেন। পৃথিবী থেকে বৃহস্পতি র দূরত্ব প্রায় ৫৯২. ৬৯ মিলিয়ন কিলোমিটার কিন্তু আগামী ২৬ শে সেপ্টেম্বর এই দূরত্ব কমে দাঁড়াবে ৩৬৫ মিলিয়ন কিলোমিটার মা জ্যোতির্বিজ্ঞানী দের মতে এক বিরল জাগতিক ঘটনা যা জানিয়েছেন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আ্যাডম কেবলস্কি যিনি নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে গবেষণারত। তিনি জানিয়েছেন যে ভালো বাইনোকুলার ব্যবহার করলে পৃথিবীপৃষ্ঠ থেকেই দেখা যাবে গালিলিয়ন তিন থেকে চারটি উপগ্রহ । তাছাড়া নীল সবুজ ফিল্টার যুক্ত টেলিস্কোপ ব্যাবহার করলেও বৃহস্পতির গ্রেট রেড পরিষ্কার ও স্পষ্ট ভাবে দেখা যাবে ঐ বিশেষ ২৬ শে সেপ্টেম্বর দিনটিতে।
প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালেলিও বৃহস্পতি র উপগ্রহগুলি পর্যবেক্ষন করার জন্য আলোকবিজ্ঞানের সাহায্য নিয়েছিলেন কিন্তু কেবলস্কি জানিয়েছেন যে সেদিন ভালো ভাবে দেখতে গেলে টেলিস্কোপ ই ব্যাবহার করতে হবে । গ্রহ বৃহস্পতি র অনেক গুলো উপগ্রহ আছে যার মধ্যে জ্যেতির্বিজ্ঞানী গন তিপ্পান্ন টি উপগ্রহের নাম করণ করতে পেরেছেন আপাতত কিন্তু তাঁদের মতে বৃহস্পতির উপগ্রহ এর সংখ্যা উন আশি টি । এর মধ্যে গ্যালিলিও সবচাইতে বড় উপগ্রহ এছাড়াও আছে আইও, ইউরোপা ,গ্যানিমিড ও ক্ল্যালিস্টো । নাসা ” জুনো ” নামে একটি মহাকাশ যান প্রায় ছয় বছর আগে বৃহস্পতি তে পাঠিয়েছিলো । সেই মহাকাশযান টি এখনো বৃহস্পতি কে অবিরাম প্রদক্ষিন করে যাচ্ছে।প্রদক্ষিনরত অবস্থায় গ্রহপৃষ্ঠের রে সব ছবি পাঠিয়েছে সেগুলো গবেষণা করেই জ্যোতির্বিজ্ঞানী গন এই ২৬ শে সেপ্টেম্বর এর ঘটনা কি ঘটবে তার জানিয়েছেন।