দেশ বিদেশ

গণিতে দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন কলকাতার মেয়ে নীনা


মাধবী ঘোষ:চিন্তন নিউজ:২৪ শে অক্টোবর:–গণিতে দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন কলকাতার মেয়ে নীনা

গণিতে দেশের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন কলকাতার মেয়ে নীনা । নীনা গুপ্ত পাচ্ছেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার । সর্বকনিষ্ঠ হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি।

বয়স ৩৫ এর কাছাকাছি। এই বছরের প্রাপকদের মধ্যে একমাত্র নীনা দেবীই রাজ্যে গবেষণারত। তিনি বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) রাশি তত্ত্ব ও গণিত বিভাগের এসোসিয়েট প্রফেসর।

কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেছেন তিনি। এই প্রাক্তনী ইতিমধ্যেই জার্সি ক্যান্সেলেশন প্রবলেমের সমাধান বাতলে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি পুরস্কার পেয়েছেন। পেয়েছেন রামানুজন পুরস্কারও। ছয় তরুণ বিজ্ঞানী এই বছর ভাটনগর পুরস্কার পেয়েছেন।

গণিতে তার গবেষণার জন্য এই সম্মান দিয়েছে কেন্দ্রীয় সরকার। মা লতা গুপ্তের কাছ থেকেই অংকের প্রতিদিনই অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।