নিঊজ ডেস্ক: চিন্তন নিউজ:২০ শে এপ্রিল:– নিউ ইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডের জেএফকে ৮ ওয়ার হাউসে ভোটাভুটির মাধ্যমে ইউনিয়ন করার অধিকার অর্জন করলেন সংস্থার কর্মীরা। ইউনিয়ন করার দাবিতে দীর্ঘ দিন আন্দোলন চালানোর পর সংস্থার ৫৫ শতাংশ কর্মী ভোটাভুটিতে ইউনিয়ন গঠনের পক্ষে মত দিয়েছেন। ইউনিয়ন গঠনের পক্ষে ভোট পড়েছে ২৩০০। ইউনিয়ন এর বিপক্ষে ১৮৫৫ জন কর্মী।
Related Articles
মার্কিন যুক্তরাষ্ট্র ও গায়ানা ভেনেজুয়েলার সীমান্ত দখলের প্রচেষ্টায় রত।
মিতা দত্ত: চিন্তন নিউজ:২২শে সেপ্টেম্বর:- মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ভেনেজুয়েলা বিরোধী সংঘ গড়ে তোলার লক্ষ্যে সুরিনাম, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়ায় ঝটিকা সফর করেছেন। উদ্দেশ্য ভেনেজুয়েলার সীমান্তে আবিষ্কৃত তৈল ভান্ডারের দখল নেওয়া। কারণ হিসেবে মার্কিনযুক্তরাষ্ট্র যদিও বলছে, তারা সীমান্তে ড্রাগের কারবার বন্ধ করার জন্য বদ্ধপরিকর । যুক্তরাষ্ট্র ও গায়ানিজ সরকার ঘোষণা করেছে যে, তারা স্পর্শকাতর […]
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ ।
মিতা দত্ত: চিন্তন নিউজ:১০ই জুলাই:– জাপানের প্রাক্তন ও সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী সিনজো আবে কে কার্যত গুলি করা হ’ল তাঁর একটি নির্বাচনী প্রচার সভায়। অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি নামক ৪১ বছর বয়স্ক এক ব্যক্তি, যিনি নিজেই প্রাক্তন পুলিশ । তিনি নিজে থেকেই অপরাধ স্বীকার করেছেন এবং সেখান থেকে পালানোর চেষ্টাও করেননি।তাঁর বিশ্বাস ছিল যে আবে এক জাপান […]
ভারত চীন যুদ্ধ দুঃখজনক : সান ওয়েইডঙ
সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৬ আগস্ট: দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন। এই দুই দেশের মধ্যে কোনরকম যুদ্ধ বা সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান ওয়েইডঙ। কিছুদিন আগে গাল ওয়ানে যে সংঘর্ষ হয়েছিল তা ইতিহাসের পাতায় একটি সংক্ষিপ্ত মূহূর্ত বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। ভারত ও চীন সীমান্তে […]