কাকলী চ্যাটার্জি, চিন্তন নিউজ, ২৫ নভেম্বর: আজ উলুবেড়িয়া ডিভিশন বীমা কর্মচারী সমিতির আহ্বানে আগামীকালের দেশজোড়া সাধারণ ধর্মঘটের সমর্থনে সভা অনুষ্ঠিত হল। সভায় বক্তব্য রাখেন আইএনটিইউসি রাজ্য নেতা ও আমতা কেন্দ্রর বিধায়ক মাননীয় অসিত মিত্র মহাশয়।
বিকাশ মাখাল: আর মাত্র কয়েক ঘন্টা পরেই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে অচল হয়ে যাবে দেশ। হুঁশিয়ার জানানো হবে দেশের শাসককে। যে ৭দফা দাবীর ভিত্তিতে এই সাধারণ ধর্মঘট, তা সাধারণ মানুষকে বুঝিয়ে ধর্মঘটে অংশগ্রহণ করানোর জন্য সারাটা দিন ডোমজুড়ের বিভিন্ন প্রান্তে টোটো প্রচার সংঘটিত হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে। অন্যদিকে বিকালে ডোমজুড় স্ট্রাইক কমিটির উদ্যোগে অন্নপূর্ণা মোড়ে পথসভা সংঘটিত হলো ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে।
সমীর প্রামাণিক: আজকে বাউড়িয়া, চেঙ্গাইল এলাকায় মিছিল, পথসভা, বাজারে লিফলেট বিতরণ ও টোটো প্রচার হয় ধর্মঘটের সমর্থনে। অন্যদিকে WBMSRU আন্দুল আঞ্চলিক এর পথসভা হয় ধর্মঘটের সমর্থনে।