রাজ্য

কৃষকদের দাবি আদায়ের লড়াইয়ে সাথে ভারতীয় গণনাট্য সংঘ হাওড়া জেলা


আশিস দেব: চিন্তন নিউজ:২৫শে ডিসেম্বর:- বেয়নেট হোক যত ধারালো কাস্তেটা শান দিও বন্ধু…….
রাষ্ট্র ব্যবস্থা দেশের সাধারণ জনসাধারণকে বিপদগ্রস্ত করছে প্রতিনিয়ত। বিশেষ করে আমাদের অন্যদাতারা । স্বাধীনতার পরবর্তী সময়ে কৃষকদের ওপর এত আক্রমণ দেশের আর কোন সরকার কোন দিন নামিয়ে আনেনি । সারা দেশের কৃষকেরা প্রতিবাদে সামিল হচ্ছে ।

গত এক মাস ধরে দিল্লির রাজ পথ কৃষকরা দখল নিয়েছে। ভাষার কারিকুরি আর প্রকাশের কৌশল দিয়ে কৃষকদের ভোলানো যাবে না । কৃষকরা শীতের মধ্যে শত সহস্র মাইল দূরে দিল্লীর খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন । কয়েক লক্ষ কৃষকের অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে দিনে পর দিন । ৩৪ জন ইতিমধ্যে মৃত্যু বরন করেছেন। একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত সরকারের যদি ন্যুনতম মানবিক মূল্যবোধ থাকত তাহলে সরকার ছুটে যেত কৃষকদের কাছে।

এ দেশের কৃষকেরা রচনা করে ছিল তেলেঙ্গানা থেকে তেভাগার ইতিহাস । সেই ইতিহাসের সাথে সেদিন পথ চলেছিল গণনাট্য সংঘের শিল্পীরা । আজও যখন মানুষ প্রতিবাদে সামিল, কৃষকদের দাবি আদায়ের লড়াইয়ে যখন কলকাতা উত্তাল হচ্ছে, সেই তরঙ্গের ঢেউয়ে ঢেউয়ে ভারতীয় গণনাট্য সংঘের পরিচয় শাখার শিল্পী রা তাঁদের নাটক নিয়ে পথে প্রান্তরে মানুষকে সজাগ করছে।
…….দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে,
বসে থাকবার বেলা নেই মোটে,
রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্বকোণ।





মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।