জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-২০শে ফেব কমরেড দীপনঃ-হুগলি- চুঁচুঁড়া পৌরসভার নির্বাচনের শেষ রবিবারের প্রচার ২৬ নং ওয়ার্ডের । এই ওয়ার্ডের প্রার্থী কমরেড মানস শীল।

সুব্রত দাশগুপ্তঃ-বাঁশবেড়িয়া র পৌরসভা নির্বাচনে ত্রিবেনী স্টেশন বাজারে নির্বাচনের আজকের পথসভা।

দেবারতি বাসুলীঃ-শ্রীরামপুর বামফ্রন্টের পৌর নির্বাচনকে সামনে রেখে ইস্তাহার প্রকাশ। উপস্থিত ছিলেন CPIM হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আব্দুল হাই।

গোপাল চাকীঃ-‘সমকাল ও বিবৃতি’ এবং হুগলী-চুঁচুড়া বই মেলা র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে আজ আখনবাজার জ্যোতিষ ভবনে নবনির্মিত অস্থায়ী ভাষা শহীদ স্মারকের সামনে অনুষ্ঠিত হল কবিতা পাঠের আসর ৷ আগামীকাল সকাল ১১:৩০মিনিটে আখনবাজারে এই শহীদ স্মারকেই হবে শ্রদ্ধা জ্ঞাপন ৷।

সুদীপ্ত চক্রবর্তীঃ- মিছিল,মিছিল শেষে পথসভা।মিছিল থেকে দাবি উঠলো ছাত্র নেতা আনিষের হত্যাকারীদের ফাঁসি চাই।এছাড়াও আগামী পৌরসভা নির্বাচনে বামফ্রন্ট প্রাথীকে জয়ী করার আবেদন জানানো হয়। – ৪ নং ওয়ার্ড , হুগলী-চুঁচুড়া পৌরসভা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।