চিন্তন নিউজ: ৫ই নভেম্বরে:- জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-যজ্ঞেশ্বর যাদব।নামটা সকলের অচেনা মনে হলো বিশেষ করে আমার গ্রামবাসীগনের। কিশোর -কিশোরী,যুবক -যুবতী বা বয়স্ক-সকলেই যে নামে চেনেন এনাকে কাঠি আইসক্রিম বিক্রি করেন “”ছোঁড়া “। কে দিয়েছেন জানি না তবে বয়স্ক মানুষজন যা বললেন যে উনি ওনার বাবার সঙ্গে আসতেন খুব ছোটো বয়স থেকেই। সব সময হাসিমাখা মুখ। এভাবেই চলুক কাঠি আইসক্রিম বা ঝালমুড়ি দেওয়ার কাজ। আরো আরো দিন ধরে চলুক।
রাজ:- জনাই:- লোকাল ট্রেন চলাচল শুরুর দাবীতে ও ২৬ শে নভেম্বর ধর্মঘট কে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন, শ্রীরামপুর পূর্ব।। শিল্পী – বাবাই সাহা.
সায়ঙ্ক মন্ডল:-শেওড়াফুলি:ডিওয়াইএফআই হুগলী জেলা কমিটির আহ্বানে অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবীতে শেওড়াফুলি স্টেশনে পথসভা। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক সায়দীপ মিত্র, জেলা কমিটির সম্পাদক অভিজিৎ অধিকারী ও রাজ্য কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সন্দীপন চট্টোপাধ্যায় ও বৈদ্যবাটি আঞ্চলিক কমিটির সদস্য সুরজিৎ দেশমুখ-সহ প্রমুখ।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:- কৃষি বিল বাতিলের দাবিতে আজ প্রতিবাদ সভা বৈঁচি এরিয়া কমিটির ডাকে বৈচি এরিয়া কমিটির অফিসে।
সুব্রত দাসগুপ্ত:- ত্রিবেনী:- ত্রিবেনী , বাঁশবেড়িয়ার স্টেশন রোডে ধর্মঘটের সমর্থনে পথসভা।।
সায়ঙ্ক মন্ডল:–শ্রীরামপুর:- আগামী ২৬ শে নভেম্বর সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন চলছে।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:- বর্তমান পরিস্থিতিতে পরিকল্পনা মাফিক লোকাল ট্রেন চালু করার দাবী নিয়ে ডিওয়াইএফআই ডানকুনি আঞ্চলিক কমিটির উদ্দ্যোগে সাক্ষর সংগ্রহ ও ডানকুনি স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা।
সায়ঙ্ক মন্ডল:- তারকেশ্বর:- সর্বনাশা কেন্দ্রীয় শ্রম ও কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ২৬ শে নভেম্বর ২০২০ সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ তারকেশ্বরে দেওয়াল লিখন।