চিন্তন নিউজ:১৩ই নভেম্বর:- জয়দেব ঘোষ:–ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন,হুগলী চুঁচুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে।
জয়দেব ঘোষ:- তারকেশ্বর থানা কৃষক সমিতির নেতৃত্বে আলুবীজের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণের দাবিতে এডিএ এর নিকট ডেপুটশন দেওয়া হলো। বামফ্রন্ট এবং গণসংগঠন গুলির ডাকে আগামী ২৬ শে নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করুন।
জয়দেব ঘোষ:- সরাই শাখার উদ্যোগে ২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন.
জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়:-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির কোতরং ৫ নম্বর ওয়ার্ডের চ্যাটার্জীপাড়া লেন ও হেমচন্দ্র লেন এলাকায় সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন।
পিন্টো:- চন্দননগর:- চন্দননগর কমরেড কমরেড পিনাকী চক্রবর্তী র এলাকায় ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘট এর সমর্থনে অসাধারণ দেওয়াল লিখন।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-তারকেশ্বর থানা কৃষক সভার উদ্যোগ বীজ আলু ব্যবসায় কালোবাজারি বন্ধ করতে ও ন্যায্য দামে আলু বীজ সরবরাহ করার দাবীতে তারকেশ্বর সহকারী কৃষি অধিকর্তা নিকট ডেপুটেশন দেওয়া হয়। স্বাস্থ্য বিধি মেনে ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন তন্ময় জানা। অরুণ ঘোষ। বিজয় জানা। বিশ্বনাথ সাঁতরা ও কৃষ্ণপদ রায়। কৃষি অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সুরজিৎ ঘোষ। অরুণ ঘোষ ও সুভাষ মাইতি। ডেপুটেশনের পরে তারকেশ্বর শহরে মিছিল হয়। নেতৃত্ব হিসাবে উপস্থিত ছিলেন মন্টু ভৌমিক। রাখি রায়। পান্না গায়েন। সবিতা জানা। সুজাতা ঘোড়ুই। দীনেশ ঘোড়ুই ও শ্রীমন্ত জানা প্রমুখ।