জেলা

হুগলি জেলা নিউজ


নিজস্ব সংবাদদাতা– চিন্তন নিউজ: ১১ ই মার্চ:- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্যে আজ প্রকাশিত হয়েছে প্রার্থী তালিকা।। এবারের প্রার্থী তালিকা তে তরুণ তরুণী কমরেডদেরই ভোটে লড়ার টিকিট দেওয়া হয়েছে।। হুগলি জেলাতেও বেশীরভাগ তরুণদের টিকিট দেওয়া হয়েছে।।

২৬ দিনের হাইওয়ে অবরোধ করে , চুড়ান্ত পর্যায়ে নাটক করে মমতা ব্যানার্জি হুগলি জেলার শিক্ষিত যুবক যুবতীর স্বপ্ন ভেঙ্গে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ২৬ দিনের একটা মিথ্যা অনশন করে মানুষ এর দূর্ভোগ আরও বাড়িয়ে ছিলেন। তারপর ১১ বছর কেটে গেছে। আবার এলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এর স্বপ্নকে সফল করতে এবার সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য। সিঙ্গুর বিধানসভা কেন্দ্র সংযুক্ত মোর্চার প্রার্থী ভারতের ছাত্র ফেডারেশনের সম্পাদক সৃজন ভট্টাচার্য সমর্থনে দেওয়াল লিখন ।

জানা যাচ্ছে চন্দননগরের প্রার্থী গৌতম সরকার।।হাল ফেরাও, লাল ফেরাও।
চন্দননগর বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী গৌতম সরকার কে নিয়ে প্রচার ।।

তারকেশ্বরে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী কমরেড সুরজিৎ ঘোষ।

পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান কমঃবিমান বসু।১৯৪নং চন্ডিতলা বিধানসভা থেকে সংযুক্ত মোর্চার সিপি আই এম প্রার্থী কমঃ মহঃ সেলিম আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই প্রার্থীর সমর্থনে ডানকুনি জুড়ে দেওয়াল লিখন শুরু। হয়ে করে দিল কমরেডরা।

পাণ্ডুয়া বিধানসভার সংযুক্ত মোর্চার সি পি আই (এম) প্রার্থী ঘরের ছেলে কম: আমজাদ হোসেন।। যখন দরকার তখন পায় পান্ডুয়া আবার ঘরের ছেলে আমজাদ কেই চায়।
কোনরকম সফট কর্নার না দাবি আদায়ে তৃনমূলের চোখে চোখ রেখে লড়াকু নেতার নাম কমরেড আমজাদ হোসেন।প্রচারে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড আমজাদ হোসেন।

আরামবাগের সংযুক্ত মোর্চা মনোনীত সিপিআই(এম ) প্রার্থী কমরেড শক্তি মোহন মালিক। বলাগড় (১৯১) বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার জোট সিপিইএম পার্থী কমরেড মহামায়া মন্ডল কে বিপুল ভোটে জয়ী করার আবেদন নিয়ে চলছে দেওয়াল লিখন।

হুগলি- চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ প্রনব ঘোষকে সিংহ চিহ্নে ভোট দেয়ার আহ্বান এলাকার মানুষের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।