চিন্তন নিউজ, সংবাদ দাতা- সাজিদ হোসেন – ৬ই ফেব্রুয়ারি ২০২৩:- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে (সি,পি,আই,এম )মেমারি ১ পঃ এরিয়া কমিটির পথসভায় বক্তব্য রাখেন প্রশান্ত কুমার, সনৎ ব্যনার্জী,পীযূষ বিশ্বাস।
সংবাদদাতা কল্পনা গুপ্ত – লড়াই আন্দোলন সংগ্ৰাম শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলতে, তহবিল সংগ্রহ করলো কাটোয়া সার্কাস ময়দান এলাকায় সি পি আই এম কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুদীপ্ত বাগচী।
সংবাদদাতা কৃষ্ণা সরকার – ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কাটোয়া দু’নম্বর এরিয়া কমিটি ও বামপন্থী গণসংগঠনগুলির ডাকে কাটোয়া দু’নম্বর ব্লক অফিস দাইহাটে গত ২৭শে ডিসেম্বর ডেপুটেশনে যে সমস্ত দাবি নিয়ে আলোচনা হয়েছিল তারই ভিত্তিতে আজকের কর্মসূচি। সহস্রাধিক মানুষ আজ সমবেত হয়েছিলেন দাঁইহাট ব্লক অফিসের সামনে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির আবাস যোজনা দুর্নীতি, বকেয়া ভাতা, না হওয়া গ্রাম সংসদের কৈফিয়ৎ নিতে। এই সভায়
বক্তব্য রাখেন ক্ষেতমজুর ইউনিয়নের কাটোয়া দু’নম্বর এরিয়া কমিটির সম্পাদক কিংশুক মন্ডল , মহিলা সমিতির জেলা নেতৃত্ব ঝুমা দত্ত , কৃষক সভা রাজ্য নেতৃত্ব ঈশ্বর চন্দ্র দাস, সি পি আই(এম) কাটোয়া ২ এরিয়া কমিটির সম্পাদক অনিন্দ্য মন্ডল, এলাকার পার্টির প্রবীণ নেতা তপন কোনার। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কৃষক নেতা সুব্রত চৌধুরী। ব্লক অফিসে বিডিও-র কাছে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশান দেওয়ার পর সভায় প্রতিনিধদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষক সভার ব্লক সম্পাদক সোমদেব মন্ডল। আলোচনায় ব্লক আধিকারিক বঞ্চিত মানুষের তালিকা জমা নিয়েছেন ।এবং আগামী দিন গ্রামের পাড়ায় পাড়ায় আধিকারিকদের উপস্থিতিতে গ্রাম সংসদের সভা হওয়ার বিষয় আশ্বাস দিয়েছেন।
সভা থেকে আগামী দিনে এই বিষয়ে তীব্র আন্দোলন জারি রাখার কথা ঘোষণা করা হয়।