চিন্তন নিউজ —-৪ ঠা জুলাই—– নিজস্ব সংবাদদাতা— রবিবার ডি ওয়াই এফ আই বড়া প্রস্তুতি কমিটি, বোড়াই পহলামপুর ইউনিট কমিটি ও এস এফ আই বড়া বারুইপাড়া পহলামপুর প্রস্তুতি কমিটির উদ্যোগে বড়া প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন ও মাল্যদানের মাধ্যমে শুরু হয়।পতাকা উত্তোলন করেন কমরেড শেখ আসাদুল। ১৫ জন মহিলা সহ ৬০ জন রক্তদান করেছেন।উপস্থিত ছিলেন যুব ও ছাত্র নেতা মিঠুন চক্রবর্তী,মিন্টু বেরা, সুমন মাল, নবনীতা চক্রবর্তী, অরিত্র চন্দ্র,উজ্জ্বল খামারু, দীপ্তেশ মুখার্জি, শেখ সাদ্দাম, তরুন দাস,সৌমিত্র চ্যাটার্জী, অভিজিৎ সাঁতরা এছাড়া গণ আন্দোলনের নেতৃবৃন্দ। এলাকায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল। ডি ওয়াই এফ আই আজ কে.জি.ডি. ইউনিটের উদ্যোগে দলুইগাছা তরুন সংঘে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদিলেন ৩০ জন।
চন্ডীতলা ১ রেড ভল্যান্টিয়ার্স এর উদ্যোগে শিয়াখালার পাতুল শিবতলায় স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। অতিমারী শিক্ষা দিচ্ছে একটি গাছ অসংখ্য প্রান। অক্সিজেন সংকটে রক্তদাতাদের হাতে একটা হিমসাগর আমগাছ এর চারা তুলে দেওয়া হল। শিবিরে ৫০ জন রক্ত দিলেন। গতকালআবারও মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে এগিয়ে এলো হরিপাল রেড ভলান্টিয়ার্স। রাজারহাট টাটা মেডিকেল সেন্টারে হরিপাল রেড ভলান্টিয়ার্সের একজন সদস্য ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য রক্তদান করলেন।।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের ইয়াস দুর্গত মানুষের পাশে। ছোটো-মুল্টি গ্রামে করোনা সচেতনতা মূলক প্রচার করা হল।
সি পি আই (এম) ডানকুনি এরিয়া কমিটির সদস্য প্রয়াত কমরেড মানিক দাস এর স্মরণ সভা ডানকুনি’তে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বর্ষীয়ান কমরেড শান্তশ্রী চ্যাটার্জি, কমরেড দিলীপ পান, কমরেড ভক্তরাম পান, কমরেড সুদর্শন রায়চৌধুরী ও কমরেড দেবব্রত ঘোষ তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে চন্ডীতলা এলাকায় পার্টি গড়ে তোলা, ডানকুনি বইমেলা, পিপলস ওয়েলফেয়ার কমিটি গঠন থেকে পার্টি কেন্দ্র গঠনে তাঁর অবদান অনস্বীকার্য।স্মরণসভায় কমরেড শ্রুতিনাথ প্রহরাজ, পৃথীশ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত কর্মসূচী অনুযায়ী A.B.P.T.A পুরশুরা উত্তর চক্র এর পক্ষ থেকে রেড ভলিনটিয়ার্স (পুরশুরা)দের করোনা কালীন সময়ে সমাজের বুকে তাদের এই অনন্য সাধারণ কাজের নিদর্শনকে সম্মান জানিয়ে তাদের হাতে “রেড ভলেনটিয়ার্স” সম্বলিত বিশেষ ইউনিফর্ম তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন সংগঠনের চক্র সম্পাদক, সভাপতি,সহ সম্পাদক সহ একাধিক বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা।
কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ প্রতিবাদ সভা ব্যান্ডেল বাজারে ।।
এস এফ আই চন্দননগর ২ এর পক্ষ থেকে পার্টির একটি অফিস ঘর নিজেরা রং করে সংস্কার করা হচ্ছে
কেন্দ্রের বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আজ কোন্নগর বামফ্রন্টের পক্ষ থেকে কোন্নগর চলচ্চিত্রম মোড়ে প্রতিবাদ সভা সংগঠিত হয়।
বক্তব্য রাখেন- সিপিআই(এম) কোন্নগর এরিয়া কমিটির সম্পাদক কমরেড অভিজিৎ চক্রবর্তী, এসএফআই-এর পক্ষে কমরেড বাদশা দাস, ডিওয়াইএফআই-এর পক্ষে কমরেড জয়দীপ মুখার্জী, সিপিআই-এর পক্ষে কমরেড চন্দ্রশেখর ভট্টাচার্য, আরএসপি-এর পক্ষে কমরেড মৃন্ময় সেনগুপ্ত, এআইএসএফ-এর পক্ষে কমরেড সৌরভ চক্রবর্তী। সভাপতিত্ব করেন সিপিআই(এম) হুগলী জেলা কমিটির সদস্যা কমরেড কেয়া গোস্বামী।