জেলা

হুগলি বার্তা:-


চিন্তন নিউজ:-দেবারতি বাসুলী:- জেলা পরিষদের ৩৬ নং আসনে মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড পান্নালাল গায়েন এর সমর্থনে তারকেশ্বর পূর্ব্ব রামনগর গ্রামে প্রচার চলছে।

জয়দেব ঘোষ:- আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে চলছে বাড়ি বাড়ি প্রচার
হরিপাল ব্লকের অলিপুর-কাশিপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ এবং ১৫ নং বুথের দাস পাড়া, মালপাড়া ।

তৃণমূল -বিজেপি দূর করো।
লুঠতরাজ বন্ধ করো ,মানুষের পঞ্চায়েত গড়ে তোলো।
জেলা পরিষদের প্রার্থী কমরেড মায়া সিংকে নিয়ে পাণ্ডুয়ায় সরাইতিননা অঞ্চল এরিয়ায় প্রচার মিছিল।

রামপ্রসাদ হালদার:- বলাগড় ব্লকের সিজাকামালপুর পঞ্চায়েতের হামজানপুর আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গরীব মানুষের গ্রাম। সেই গ্রামের ক্ষেতমজুর নেতা বর্ষা বাস্কে গতকাল নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন।আজ সকালে জেলা পরিষদের প্রার্থী কমরেড শম্পা মজুমদার সহ সকল বাম নেতৃত্ব শ্রদ্ধা জ্ঞাপন করতে তার বাড়িতে যান। কমরেড বর্ষা বাস্কের ছেলে খোকন বাস্কে এবার হামজানপুর গ্রামের গ্রামসভার বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।