জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:০৬/০৬/২০২৩:- সোমনাথ ঘোষঃ-হুগলী চন্ডীতলা ১ নং এরিয়া কমিটির শিয়াখালা সন্ধিপুর দক্ষিণ বুথে কাঠুরেপাড়ায় সই সংগ্রহ কর্মসূচিতে আমরা । সাথে মাচায় বসে তৃণমূল ও বিজেপি দুই লুটেরাদের হঠাতে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা ও মত বিনিময়। উপস্থিত ছিলেন কমরেড সোমনাথ ঘোষ, কমরেড কিশোর ভট্টাচার্য্য, শুকদেব দাস, কমরেড মমতাজ বেগম, কমরেড সুকুমার দাস সহ অন্যান্যরা।

দেবারতি বাসুলীঃ-একটি গাছ একটা প্রান
একটি চোরও সর্বনাশ চোর তাড়াও বাংলা বাঁচাও তারকেশ্বর ব্লকের বিভিন্ন প্রান্তে বামপন্থী গনসংগঠনের উদ‍্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। ‌

তিনি আরও জানান যে প্রায় অনেক দশক পর এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য স্কুলছাত্র কনভেনশন সংগঠিত হলো জেলা হুগলীর চন্দননগরে কনভেনশন উদ্বোধন করলেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী। কনভেনশন থেকে নবনির্বাচিত আহ্বায়ক কমরেড বাদশা দাস ও কমরেড সৌভিক দাস বক্সী।

স্কুল বাঁচাও, মূল বাঁচাও এর লড়াই আরো জোরদার হোক, তীব্র হোক স্কুল আন্দোলন,
স্কুল দিয়ে কলেজ ঘেরা চলুক রাজ্যের সর্বত্র প্রান্তে, সরকারি স্কুলশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হবার হাত থেকে রক্ষা করতে বিবিধ আন্দোলনের রূপরেখা তৈরি হলো. কনভেনশন থেকে….. এই রূপরেখা ধরেই স্কুল আন্দোলন আরো জোট বাঁধুক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।