চিন্তন নিউজ:২০শে ডিসেম্বর:-সোমনাথ ঘোষ–:- চন্ডীতলা ১নং ব্লক এলাকায় আজ সন্ধ্যায় শিয়াখালা ও আঁইয়ায় মোমবাতি জ্বালিয়ে শহীদ স্মরণ।
দিল্লির কৃষক আন্দোলনকারীদের এখন অবধি তিরিশের বেশি কৃষক প্রয়াত হয়েছেন।তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও সংহতি জানিয়ে অর্থ সংগ্রহ চলছে।
দিল্লিতে আন্দোলন রত ৩৩ জন শহীদ কৃষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধনিয়াখালিতে শহীদ বেদীতে মাল্য ;ফুল ; দিয়ে শ্রদ্ধা নিবেদন হয় ।
জয়দেব ঘোষ-:-দিল্লিতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শহীদ কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসুচি পালিত হয় দিগসুই হোয়েড়া ১ নং শাখা এলাকায়। LMI ইউনিয়ন অফিসের সামনে।
জয়দেব ঘোষ-:-তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবি নিয়ে দিল্লি তে সংগ্রাম করতে গিয়ে ৩০ জন শহীদ হয়েছেন ।এসকল শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন।খানাকুল১ ব্লক কৃষক কমিটি এলাকায়।