দীপ্তেশ মুখার্জী,চিন্তন নিউজ সিঙ্গুর: ২৩শে জুন:- সিঙ্গুরে স্কুল পড়ুয়াদের বিক্ষোভ কন্যাশ্রী নিয়ে। ছোট্ট ছোট্ট মেয়ে গুলো স্কুলে পড়ে, ছোট ছোট পোস্টার বানিয়েছে তারা, কন্যাশ্রীর টাকা পায়নি তারা, সঙ্গে আরও অনেক গুলো দাবি নিয়ে তারা সিঙ্গুর স্কুল মোড়ে রাস্তায় কিছুক্ষন প্রতীকী অবরোধ করছে তাদের অধিকারের দাবি নিয়ে। এই ছাত্রীদের সাহসিকতা, অধিকার ছিনিয়ে নেওয়ার মানসিকতাকে কুর্নিশ জানাই এলাকার বাম ছাত্র- যুব সংগঠন।.
আগামীর ভবিষ্যৎ,তারাই দুর্নীতি মুক্ত সমাজ গড়ার কান্ডারি..তারা ছোট্ট ছোট্ট কুঁড়ি থেকে ফুল হয়ে উঠবে, নায্য অধিকার আদায় করতে শিরদাঁড়াটা এভাবেই শক্ত রেখে , সবসময় লড়াইয়ে পাশে থাকবে। খুব খারাপ একটা ব্যাপার যখন ছোট ছোট কন্যাশ্রীরা কিছুক্ষন প্রতীকী অবরোধ করে তারা যখন তাদের নায্য অধিকার এর দাবি জানাচ্ছে,তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু মানুষ বড্ড বিরক্ত হয়ে জোরে জোরে হর্ন বাজাচ্ছে… আর ভয় দেখাতে চেষ্টা করছে মেয়ে গুলোকে…প্রশ্ন ওঠে তাদের বাড়ির মেয়েরা কি স্কুলে পড়েনা..?নাকি ওই মেয়ে গুলোর দাবি পূরণ হলে তার সুফল শুধু ওই মেয়ে গুলোই পাবে..?
এত স্বার্থপর,ভোগবাদী, এত আত্মকেন্দ্রিক এই সমাজ যে, ..এই ছোট ছোট মেয়ে গুলোর পাশে না দা়ঁড়িয়ে, শুধু ভয় দেখিয়ে তাদের লড়াইকে থামিয়ে দিতে চায়। এই ঘটনা একদম অনভিপ্রেত।