জেলা

হাওড়া জেলার টুকরো খবর


সৌমেন বাগ: চিন্তন নিউজ:৫ই নভেম্বর:- বাউড়িয়া-চেঙ্গাইল এলাকার শ্রমজীবি মানুষদের নিয়ে….কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে সর্বভারতীয় ৭ দফা দাবি ও এলাকার দাবিগুলো নিয়ে আগামী ২৬ শে নভেম্বর “সাধারণ ধর্মঘট” সফল করতে একটি “গনকনভেনশন” সংগঠিত হয় বাউড়িয়ায় “খাজুরী হাই স্কুল”-এ…..আজ (০৪.১১.২০২০;বুধবার) বিকাল ৫ টায়।

শ্রমিকদের উপস্থিতি ছিলো স্বতঃস্ফূর্ত।উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নগুলোর জেলা ও রাজ্য নেতৃত্ব।ধর্মঘটের সমর্থনে প্রস্তাব পেশ করেন সিআইটিইউ-র হাওড়া জেলার সভাপতি কমরেড সামসুল মিদ্দে।এছাড়াও উপস্থিত ছিলেন টিইউসিসিএর নেতৃত্ব কমরেড অশোক ঠাকুর,শৈলেন মন্ডল;আইএনটিইউসি-এর নেতৃত্ব বরজাহান মিদ্দে,কৃষ্ণগোপাল। প্রধান বক্তা ছিলেন সিআইটিইউএর পক্ষ থেকে কমরেড শংকর মৈত্র।
~~
-প্রণবকুমার দাস : ২৬ শে নভেম্বর’২০ , সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে পশ্চিম হাওড়া এরিয়া কমিটির অন্তর্গত ২৩ নং ওয়ার্ডে দেওয়াল লিখন ।-


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।