চিন্তন নিউজ:৪ঠা নভেম্বর:- জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল নিয়োগের পরীক্ষা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ। লিস্ট প্রকাশ না করে এসএমএস করে নিয়োগপত্র দেওয়া। চাকরিপ্রার্থীর আন্দোলনে নামলে সাথে সাথে গ্রেপ্তার। মাননীয়া কাদের চাকরি দিলেন? পরীক্ষায় পাস, মাঠ কম্পলিট করে, ইন্টারভিউ দেওয়ার পর অসংখ্য যুবক বাদ! প্রতিবাদ করলে অত্যাচার। আর কত দিন?আজ সকালে প্রায় ১৫০ জনকে পুলিশ গ্রেপ্তার করে ময়দান থানা ও লালবাজারে নিয়ে গেছে।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-ডিওয়াইএফআই চন্ডীতলা ১ লোকাল কমিটির মশাট ইউনিটের সদস্য সংগ্রহ ও রেল চালানোর দাবীতে স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে ১২৮,১২৯ নম্বর বুথে। উঠে এলো নব্য-স্বাভাবিক অবস্থায় যুব জীবনের যন্ত্রনার কথা।
সায়ঙ্ক মন্ডল:-জাঙ্গীপাড়া:-আগামী ২৬ শে নভেম্বর সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাঙ্গীপারাতে দেওয়াল লিখন।
সায়ঙ্ক মন্ডল:-মশাট:- ডিওয়াইএফআই-মশাট ইউনিটের সদস্য সংগ্রহ ও রেল চালানোর দাবীতে স্বাক্ষর সংগ্রহ অভিযন চলছে ১২৮,১২৯ নম্বর বুথে। উঠে এলো নব্য-স্বাভাবিক অবস্থায় সংকটের কথা।
সায়ঙ্ক মন্ডল:-শ্রীরামপুর:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শ্রীরামপুরে পূর্ব এরিয়া কমিটির উদ্দগে আগামী ২৬ শে নভেম্বর সারা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট তার সমর্থনে দেওয়াল লিখন চলছে ।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:- গতকাল দুপুরে হুগলী, চন্ডীতলা ২ এর আদান গ্ৰামে, আগামি ২৬শে নভেম্বর, কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কৃষি আইন, অত্যাবশ্যকীয় পণ্য সংশোধন আইন , শ্রম আইন সংশোধন বাতিল অন্যান্য এবং রাজ্য সরকারের লুট ও গণতন্ত্র হরনের বিরুদ্ধে সারা ভারত সাধারন ধর্মঘটের দেওয়ার লিখন চলছে।