দেশ রাজ্য

আবার ঋণ জালিয়াতিতে নাম জড়ালো পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক


মীরা দাস, চিন্তন নিউজ, ৮ জুলাই: নতুন করে আবার ঋণ জালিয়াতির শিকার হল পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। তারা জানিয়েছে ৩,৮০০ কোটি টাকারও বেশি অঙ্কের জালিয়াতি শনাক্ত করেছে তারা। ভুষণ পাওয়ার এ্যান্ড স্টিলকে যা ঋণ দেওয়া হয়েছিল তার সব তহবিলই নয়ছয় হয়েছে। এবং হিসাবের খাতায় গরমিল পাওয়া গেছে। এই সব বিষয়টি রিজার্ভ ব্যাঙ্ককে জানিয়েছে ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আরও জানিয়েছে ফরেন্সিক অডিটের মাধ্যমে এই ঝণ জালিয়াতির সম্পর্কে নিশ্চিত হয়েছে তারা। সি.বি.আই. এফ.আই.আর. দায়ের করেছে ভূষণ পাওয়ার এন্ড স্টীল লিমিটেড এবং তার ডিরেক্টরদের বিরুদ্ধে। এই মামলাটি এখন জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে (এন.সি. এল.টি.) রয়েছে এবং মামলাটি এখন প্রায় শেষের দিকে। ব্যাঙ্ক জানিয়েছে বড় অঙ্কের ঋণ উদ্ধার হওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নীরব মোদির জালিয়াতির অঙ্ক ছিল প্রায় ১৩,০০০ কোটি টাকা। সেই প্রতারনা কান্ড এখনও ফিকে হয়নি, উদ্ধার হয়নি সব টাকা, এরই মধ্যে আবার নতুন জালিয়াতিতে জড়িয়ে পড়লো ওই ব্যাঙ্ক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।