রাজ্য

বর্ধমানে পথ দূর্ঘটনায় চার পুলিশ কর্মীর মৃত্যু।


তুলসী কুমার সিনহা:চিন্তন নিউজ:২৮শে অক্টোবর:সোমবার ভোররাতে বর্ধমানে পথ দূর্ঘটনায় চার পুলিশ কর্মীর মৃত্যু।

সোমবার ভোররাতে পূর্ব বর্ধমানের ২নং জাতীয় সড়কের উপর পালসিটের নিকট এক পথ দূর্ঘটনায় চার জন পুলিশ কর্মীর মৃত্যু ঘটে।খবরে প্রকাশ কালীপূজার ডিউটি সেরে ঐ পুলিশ কর্মীরা বর্ধমান ফিরছিলেন।পালসিটের কাছে একটি বালি ভর্তি লরি পিছন থেকে পুলিশের গাড়িতে ধাক্কা মারলে পুলিশের গাড়ি উল্টে যায়।ঘটনাস্থলে তিনজন পুলিশ কর্মীর মৃত্যু হয় এবং অপরজনের বর্ধমান হাসপাতালে মৃত্যু হয়।লরির চালক পলাতক।পুলিশ তদন্ত শুরু করেছে।মৃত পুলিশ কর্মীরা হলেন বাদল সরকার, অনূপ কুমার বালা,প্রবীর কুমার হাটি ও বিশ্বজিৎ সাপুই।

কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো? তদন্ত চলবে। তবুও প্রশ্ন ওঠে সেভ ড্রাইভ, সেফ লাইফ এর এত বিজ্ঞাপন, এত প্রচারেও কি দুর্ঘটনা একটুও কমেছে ? ট্রাফিক আইন মেনে চলে না কেউই। প্রতিদিনের, প্রতিমুহুর্তের এই জীবন সংশয় দূর হোক এটাই সাধারণ মানুষের চাহিদা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।