রাজ্য

করোনা আতঙ্ক থেকে মানুষকে পাশে থাকার আশ্বাস #DYFI এর


বিপ্লব সেন: চিন্তন নিউজ:২৭শে মার্চ:–আজ ডিওয়াইএফ‌আই উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রায়গঞ্জ দক্ষিণ লোকালের অন্তর্গত ১২ নং বরুয়া অঞ্চলের হাঁড়িপুকুর মোড়,কাচিমুহা ও ঋষিপুর হাটখোলা এবং ঢেলপিড় মোড়ে বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষের মধ্যে সর্তকতা ও নিয়মাবলী অবলম্বনের জন্য লিফলেট এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হল।


তাদেরকে মুখে বুঝিয়ে দেওয়া যেন তারা বাড়ি থেকে না বেড়োয়, প্রয়োজনে ডিওয়াইএফ‌আই তাদের সাহায্যে সবসময় পাশে থাকবে।এই কাজে ডিওয়াইএফ‌আই কর্মীদের সাথে ছিলেন ডিওয়াইএফ‌আই জেলা সম্পাদক কার্তিক দাস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।