রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:২০শে এপ্রিল:- স্থানীয় পঞ্চায়েতের মেম্বার, প্রধান বা গ্রামের দাপুটে তৃণমূলের নেতাদের বলেছিলেন তাদের খাদ্য সংকটের কথা। কোন সুরাহা হয়নি। কাজ নেই। হাতে টাকাও নেই। খাদ্য দ্রব্যও নেই। দুদিন খাবারের ব্যবস্থা হয়নি। না খেয়ে কেটেছে দিন। সরকারি সহায়তা যখন শুধুই মিডিয়ার ঘোষণায় সীমাবদ্ধ। এক করুন অসহায় অবস্থায় রামপুরহাটের দখলবাটি গ্রামে ২৯ জন পরিযায়ী শ্রমিক লক ডাউনের কারনে গৃহবন্দি।
এদের সকলের বাড়ি আসামের কোকরাঝার জেলার মালগাঁও গ্রামে। ডি ওয়াই এফ আই বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিং জানান গ্রামের এক যুবকের কাছে স্যোসাল মিডিয়ায় রামপুরহাটে ডি ওয়াই এফ আই-র হেল্প লাইন নম্বর জোগাড় করে তাদের করুণ অবস্থার কথা যুব কর্মীদের জানান। সেই আবেদনে সাড়া দিয়ে রামপুরহাটের ডি ওয়াই এফ আই কর্মীরা চাল, ডাল, তেল, লবন, আলু, কিছু নগদ টাকা ও অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছেদেয় ওই অসহায় ২৯ জন পরিযায়ী শ্রমিকদের।
রামপুরহাটের ডি ওয়াই এফ আই কর্মী আফতাব হোসেন, সুশান্ত মন্ডল, রাহুল চ্যাটার্জীরা অসহায় পরিযায়ী শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়েছেন আজ থেকে এই ২৯ জন পরিযায়ী শ্রমিকের খাদ্যসংস্থানের দায়িত্ব ডি ওয়াই এফ আই গ্রহণ করছে। যুব কর্মীদের প্রতিশ্রুতি পেয়ে অসহায় এই শ্রমিকরা মনের জোর ফিরে পায়।