জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিউজ


চিন্তন নিউজ: ৫ই আগস্ট:- দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে কাকাবাবুর ১৩২ তম জন্মদিন পালন করা হয় আমাদের প্রতি বেদক সন্যাসী হালদার জানাচ্ছে : আজকে নূরপুর শাখা অঞ্চলে কম, মোজাফর আহমেদকে স্মরন করা হয় , প্রথমে তার ছবিতে মাল্যদান করা হয়, তার পর শহীদ বেদিতে মাল্য দানের মধ্যে দিয়ে প্ৰতি ক্রিয়া শীল শক্তির হাতে নিহত শহীদদের স্মরন করা হয় , এলাকার নেত্রী বৃন্দ আজকের যে ধর্মর নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বিভিন্ন মৌলবাদী সংঘটন , তার বিরুদ্ধে মানুষকে, বিশেষ করে বামপন্থী কর্মী দের সদা জাগ্রত থাকার আহ্বান জানান

বারুইপুর পশ্চিম বিধানসভা থেকে সুচরিতা বোসের রিপোর্ট : অন্য জায়গার মত এই বিধানসভার অন্তর্গত বিভিন্ন অঞ্চল ও পিছিয়ে ছিলো না , আজকে বিভিন্ন অঞ্চলে লক ডাউন বিধি মেনে সর্বত্র কাকা বাবুর জন্ম দিন পালন করা হয় , তার সাথে মানুষ কে আওভান জানানো হয় তারা যেন বিজেপির ধর্মর নামে খুনের রাজনীতি থেকে দূরে থাকেন !

আজকে মোজাফর আহমেদ ( কাকা বাবু ) একশো বত্রিশ তম জন্মদিন উপলক্ষ্যে সারা রাজ্যের মতো দঃচব্বিশ পরগণা জেলাতেও পালন করা হয় কিছু আংশিক প্রতিবেদন অশোক দাস এর রিপোর্ট : সাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ফুল এবং মাল্য দানের মধ্যে দিয়ে বাম লড়াই এর নেতৃত্ব কাকা বাবু কে স্মরন করেন, নেতৃত্ব স্মরণ করতে গিয়ে কাকা বাবু একজন কমিউনিস্ট হিসাবে তার লড়াইকে, তার আত্মত্যাগকে তুলে ধরেন !

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সোনারপূর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে ডালিয়া চ্যাটার্জীর রিপোর্ট : এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর শ্রীখন্ড , নব গ্রাম শাখায় আজ মুজাফফর আহমেদ এর ১৩২তম জন্মদিন উৎসাহর সাথে পালন করা হয় , প্রথমে মাল্য দান করা হয় , উপস্থিত ছিলেন পার্টির বিশ্বজিৎ মন্ডল সমীর হালদার , গৌতম রায় প্রমুখ নেত্রী বৃন্দ , সাধারন অনেক পথ চলতি মানুষ ও উপস্থিত ছিলেন , সকলেই নেত্রী বৃন্দর কথা শোনেন !


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।