জেলা

আজকের হুগলি জেলার সংবাদ:–


রুদ্র চক্রবর্তী ,চিন্তন নিউজ: ৫ই আগস্ট:- ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড মুজফফর আহমেদ এর ১৩২ তম জন্মদিনে সশ্রদ্ধ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ডানলপ_ বাঁশবাড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির উদ্যোগে ৫ নং শাখার উদ্যোগে আয়োজিত হলো।।

আরামবাগ থেকে সংবাদ সংগ্রাহক জানিয়েছেন যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান সারাদিন খোলা রাখার কথা কিন্তু আরামবাগ মহকুমা হাসপাতালের এই ন্যায্য মুল্যের ওষুধের দোকান বিকেল পাঁচটর পর বন্ধ হয়ে যায়। এই অভিযোগ ওই অঞ্চলের সাধারণ বাসিন্দা দের। জীবন দায়ী ও অত্যাবশ্যক প্রয়োজনীয় ওষুধ পেতেই এই দোকান টি খোলা হয়েছিল সরকারি ব্যবস্থাপনায় ৫৯’৩৬ শতাংশ ছাড়ে সাধারণ মানুষ ওষুধ পেতেন। শুধু হুগলি জেলার আরামবাগ এর নয় আশেপাশের অনেক জেলা উপকৃত হতো এই দোকানটা থাকার জন্য। বেশ কিছুদিন ধরে উক্ত দোকানটি সকাল ৯ টায় খুলে বিকেল ৫ টায় বন্ধ হয়ে যাচ্ছে। এলাকার বাসিন্দা যে ওষুধ কম দামে পেতেন সেই ওষুধই তিন চার গুণ বেশি দামে কিনতে হচ্ছে।। সাধারণ মানুষ হাসপাতালের সুপার এর কাছে এই বিষয়টা জানিয়েছেন।। ওষুধের দোকান খোলা না থাকায় বিপদে পড়েছে হাসপাতাল কতৃপক্ষ। হাসপাতালের সুপার সিদ্ধার্থ দত্তের অভিযোগ দোকানটি সবসময় খোলা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন। হাসপাতালের কাজের খুব অসুবিধা হচ্ছে বলে জানান।এই দোকান এর কতৃপক্ষ এর এক সদস্য বুবুন চৌধুরী জানিয়েছেন যে দোকান ২৪ ঘন্টা খোলা রাখার কথা কিন্তু কয়েক জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন এবং তার জন্য কর্মীর অভাবে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে কিছুদিন এর মধ্যে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক আবীর মুখোপাধ্যায় পান্ডুয়া থেকে জানিয়েছেন কৃষক আন্দোলনের লড়াকু নেতা শিখিরা-চাঁপ্তা অঞ্চল কৃষক সমিতির প্রাক্তন সম্পাদক বিশ্বনাথ পাত্র আজ রাত ১ টায়‌ প্রয়াত হন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল ৭২ বছর। সকালে অঞ্চল নেতৃত্ব তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। বিশ্বনাথ পাত্র ৭০ এর দশকে আধা ফ‍্যাসিবাদী সন্ত্রাসের সময় এবং পরবর্তী কালেও যতদিন শরীর সচল ছিলো ততদিন কৃষক আন্দোলন ও গনআন্দোলনের অক্লান্ত যোদ্ধা হিসাবে মানুষের লড়াই সংগঠিত করে গেছেন। সি,পি,আই(এম) এর ইটাচুনা-চাঁপ্তা লোকাল কমিটির সদস্য হিসাবে একসময় তাঁর ভূমিকা ছিল উজ্বল। তার পরিবারের প্রতি সমবেদনা জানায় সি,পি,আই(এম) ইটাচুনা এরিয়া কমিটি।

শ্রীরামপুর থেকে হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির অন্তর্গত ৩নং শাখার উদ্যোগে আজ স্বাধীনতা সংগ্রামী ও আজীবন কমিনিস্ট মুজাফফর আহমেদ (কাকাবাবু) জন্মদিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সুমঙ্গল সিং এরিয়া কমিটির সদস্য রমেন মুখার্জি শাখা সম্পাদক পদুৎ দত্ত ও শাখা অন্যান্য সদস্যবৃন্দ।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল বৈদ্যবাটি থেকে জানিয়েছেন যে:-সিপিআই(এম) বৈদ্যবাটী – শেওড়াফুলি এরিয়া কমিটি ১৭ নং শাখার উদ্যোগে আজকে ৫ ই আগস্ট কাকাবাবু জন্মদিবস পালন করা হল।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক জানিয়েছেন যে হুগলি জেলার ব্যাস্ত রাস্তা গুলোর মধ্যে ব্যস্ততম রাস্তা তারকেশ্বর বৈদ্যবাটি বারো নম্বর রাস্তা টি। কিন্তু এই রাস্তা বড়ো বড়ো গর্তে ভরে গেছে।।এমন অবস্থা যেকোনো অবস্থাতেই দূর্ঘটনা ঘটতে পারে।। এই রাস্তায় দিনভর ছোট বড় গাড়ী, অ্যাম্বুলেন্স যাতায়াত করে। শ্রীরামপুর, চুঁচুড়া বা চন্দননগর হাসপাতালে যেতে বহু মানুষ এই রাস্তা ব্যবহার করে। বহু ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার রাস্তাও এটি। প্রশাসন কে বারবার জানানো স্বত্ত্বেও কোন সমাধান হয়নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।