জেলা

কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও স্থপতি মুজাফফর আহমেদের সি, পি, আই, (এম) বাঁকুড়া জেলা জুড়ে শ্রদ্ধা নিবেদন:-


কি়ংশুক ভট্টাচার্য,বাঁকুড়া: চিন্তন নিউজ: ৫ আগষ্ট : বাঁকুড়া শহর পশ্চিম এরিয়া কমিটির দপ্তরে ও জেলা দপ্তরে মুজফ্ফর আহমেদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান হয়। তাঁর কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা কমিটির সদস‍্য তথা পশ্চিম এরিয়া সম্পাদক অশোক ব‍্যানার্জী, আজকের দিনে কাকাবাবু র জন্মদিন পালনের স্বার্থকতা ও প্রাসঙ্গিকতা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব‍্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য তথা ডি, ওয়াই, এফ, আই’ এর সাধারণ সম্পাদক অভয় মুখার্জী।

সিপিআইএম বাঁকুড়া শহর পূর্ব এরিয়া কমিটির উদ‍্যোগে ভারতে কমিউনিষ্ট আন্দোলনের অন‍্যতম স্থপতি মুজফ্ফর আহমেদের একশতবত্রিশ তম জন্মদিবস পালনের সংক্ষিপ্ত সভায় বক্তব‍্য রাখেন সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস‍্য তথা রাজ‍্য কমিটির সদস‍্য অভয় মুখার্জি। সভাপতিত্ব করেন সিপিআইএম পূর্ব এরিয়া কমিটি সম্পাদক তথা জেলা কমিটির সদস‍্য প্রভাত কুসুম রায় ও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক তথা সিপিআইএম জেলা কমিটি সদস‍্য প্রদীপ পান্ডে। কাকাবাবুর প্রতিকৃতি তে মাল‍্যদানের মধ‍্যদিয়ে এই কর্মসূচীর সূচনা হয়।

অত্যাবশ্যকীয় পরিশেবায় যুক্ত মুটিয়া শ্রমিকদের উদ‍্যোগে ভারতের কমিউনিষ্ট আন্দোলন তথা শ্রমজীবী মানুষের আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুজফফর আহমেদের একশতবত্রিশ তম জন্মদিন আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। রাজ্য জুড়ে লকডাউন চললেও অত্যাবশ্যকীয় পরিশেবায় যুক্ত হ‌ওয়ার সুবাদে লোডিং আনলোডিং’এর কাজে যোগ দিতে আসতে হয়েছিল মুটিয়া শ্রমিকদের – তাঁরাই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁদের কর্মস্থল বাঁকুড়া কেরাণীবাঁধের নন্দী মিলে এই দিনটি উদযাপন করার। সিআইটিইউ’র রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সিআইটিইউ’র বাঁকুড়া জেলা কমিটির অন্যতম সহ-সভাপতি ভৃগুরাম কর্মকার। – এরপর মুজফফর আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রতীপ মুখার্জী, ভৃগুরাম কর্মকার, মুটিয়া ইউনিয়নের জেলা সম্পাদক তপন দাস, সোহরাব মন্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ। এরপর এক সংক্ষিপ্ত সভায় সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জী মুজফফর আহমেদের জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন এবং তার থেকে শিক্ষা নিয়ে অতিমারি ও লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে মোদী ও মমতা সরকার শ্রমজীবি মানুষের উপর যে তীব্র আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

খবর নিয়ে জানা যায় একই ভাবে গঙ্গাজল ঘাটির দক্ষিণ এরিয়া কমিটির উদ‍্যোগে অমরকাননে পার্টি দপ্তরে কাকাবাবুর জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে মহিলা সমিতির রাজ‍্য সম্পাদিকা মন্ডলীর সদস‍্যা তথা সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস‍্যা সুদীপি ব‍্যানার্জি সংক্ষিপ্ত পরিসরে কাকাবাবুর জীবন চর্চার আজকের দিনেও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

বাঁকুড়া জেলার রাইপুর এরিয়া কমিটির উদ‍্যোগে অত‍্যন্ত শ্রদ্ধার সাথে মুজফ্ফর আহমেদের জন্মদিনে শ্রাদ্ধা জানানো হয় পার্টি দপ্তরে এক অনুষ্ঠানের মধ‍্য দিয়ে।

বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটির দপ্তরে উল্লেখযোগ‍্য সংখ‍্যায় কর্মিদের উপস্থিতি তে কাকাবাবুর প্রতিকৃতিতে মাল‍্যদান ও সিপিআইএম এর পতাকা ঊত্তোলন কর্মসূচির মধ‍্যদিয়ে মুজফ্ফর আহমেদের জন্মদিনটি উদযাপন করা হয়।

বড়জোড়া এরিয়া দপ্তরে এরিয়া সম্পাদক তথা সিপিআইএম জেলা কমিটির সদস‍্য সুজয় চৌধুরীর নেতৃত্বে যথাযথ শ্রদ্ধার সাথে কাকাবাবুর জন্মদিন পালিত হয়। এই কর্মসূচী তে সুজয় চৌধুরী সংক্ষিপ্ত বক্তব‍্যে কাকাবাবুর জীবনচর্চা আজ সিপিআইএম কর্মিদের কাছে কেন প্রয়োজনীয় তা ব‍্যাখ‍্যা করেন।

এছাড়াও বিভিন্ন সূত্রে পাওয়া খবরে প্রকাশ সারা জেলার বিভিন্ন এরিয়া কমিটির দপ্তর এবং বিভিন্ন শাখাতেও কমিউনিষ্ট কর্মীদের কাছে কাকাবাবু নামে পরিচিত মুজফ্ফর আহমেদের একশত বত্রিশতম দিনটি যথাযোগ‍্য সন্মানের সাথে পালন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।