চিন্তন ওয়েব ডেস্ক,দুর্গাপূর, শংকর পাল, ১৩ ই মে: টুইট যুদ্ধ, বাকযুদ্ধ, সঙ্গে চলছে লক ডাউন। এর মধ্যে রাজনীতিকরণের অভিযোগ এনেছে বহু মানুষ। কিছু মানুষের কথায় এই সময় রাজনীতি করা যাবে না। কিন্তু রাজনীতি হচ্ছে। রাজনীতির শিকার হচ্ছে মানুষ। লক্ষ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা হচ্ছে। আরেক দিকে পরিযায়ী শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যত সামনে উপস্থিত হয়েছে। বাড়ি ফেরার তাগিদে তারা নেমে পড়েছে রাস্তায়। রাস্তায় চলতে চলতেই প্রাণহানি ঘটছে।
এমন অবস্থায় লক ডাউনের মেয়াদ বৃদ্ধি হয়েছে। বেসরকারি সংস্থার অবস্থায় ভয়াবহ। সরকারি সংস্থাতেও ঠিকা শ্রমিকদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। গত মাসে তাদের বেতন নিয়ে ব্যাপক টালবাহানা হয়। দুর্গাপুর মিস্র ইস্পাত কারখানাতে গতমাসেই বেতনের দাবিতে বিক্ষোভ পর্যন্ত হয়েছিল। তারপরে সে বেতন তাদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। আবার এই মাসে বেতন নিয়ে চরম টালবাহানা। কয়েকজন শ্রমিক বেতন এর সামান্য অংশ পেয়েছেন, কয়েকজন তাও পায়নি।
বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন হিন্দুস্তান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের মিস্র ইস্পাত শাখার পক্ষ থেকে নিখিল দাস।এই বৈষম্যের বিরুদ্ধে আজকে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার গেটে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয় সিআইটিইউ এর নেতৃত্বে। ছিলেন বহু মানুষ, অবিলম্বে তাদের বেতন বকেয়া বেতন দিতে হবে এই দাবি নিয়ে বিক্ষোভে অংশ নেয়। আর্থিক সঙ্কট ঘনীভূত এমন অবস্থায় সংসারে পরিবারের ভরণপোষণের সংকট দেখা দিয়েছে। বড় বড় প্রতিশ্রুতির আড়ালে হারিয়ে যাচ্ছে বেঁচে থাকার সংস্থান। এই বিক্ষোভের আয়োজন করেছিলেন হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন। বক্তব্য রাখেন এস ডাবলু এফ আই এর সাধারণ সম্পাদক ললিত মিশ্র। বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন হিন্দুস্তান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের মিশ্র ইস্পাত শাখার পক্ষ থেকে নিখিল দাস।