জেলা

জেলার টুকরো খবর


সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ :-২৩শে জুলাই মুকুন্দপুর:-বেসরকারী হাসপাতালগুলিতে অস্বাভাবিক চিকিৎসা খরচ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার প্রতিবাদে আজ বিকেলে মুকুন্দপুর আর.এন.টেগোর হাসপাতাল এবং মেডিকা হাসপাতালের সামনে দুইটি বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যাদবপুরের বিধায়ক ডঃ সুজন চক্রবর্তী ও সিপিআই (এম) নেতা কান্তি গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাগুলির পরে দুইটি হাসপাতালের কর্তৃপক্ষের কাছেই ডঃ সুজন চক্রবর্তী’র নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয়।

পশ্চিম মেদিনীপুর:- ক্যাপ্টেন লক্ষী সায়গলের প্রয়াণ দিবসে সারা ভারত মহিলা সমিতি (AIDWA) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে করোনা সচেতনা শিবির করা হলো ।

মাত্র ৬ দিনের ব্যবধানে বেমালুম বদলে গেল নির্দেশিকা! অনেকখানি কমে গেল মিড ডে মিলে ছাত্রছাত্রীদের বরাদ্দকৃত সামগ্রীর পরিমান। ১ টা সাবান আর ২ কেজি চাল টুকুই শুধু রইলো। কমে গেল আলুর বরাদ্দ। বাতিল হ’ল ডাল আর সোয়াবিন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।