রাজ্য

স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মীর পর্যাপ্ত সুরক্ষার দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:৯ই এপ্রিল:- যারা মানুষের সুরক্ষার জন্য জীবন বাজি রাখছেন, তাদের উপযুক্ত সুরক্ষা দিতে হবে। এই দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামপুরহাট ১ পূর্ব লোকাল কমিটির উদ্যোগে রামপুরহাট মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হলো।
দাবি: –
১) আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি,রামপুরহাট গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যায় পি পি ই এবং এন-৯৫ মাস্ক পাওয়া যাচ্ছে না। এমনকি যারা ফিভার/ফ্লু ক্লিনিক, আইসোলেশন বা কোয়ারেন্টাইনে কাজ করছেন তারাও যথাযথ পিপিই/মাস্ক পাচ্ছেন না। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপযুক্ত পি পি ই (Personal Protective Equipment) ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন। এরকমও দেখা যাচ্ছে উপযুক্ত পরিমানে পি পি ই (Personal Protective Equipment) সরবরাহ না থাকায় স্বাস্থ্যকর্মীদের পি পি ই (Personal protective equipment) নির্দিষ্ট সময়ের পরেও ব্যবহার করতে হচ্ছে। যারা মানুষের সুরক্ষার জন্য জীবন বাজি রাখছেন, তাদের উপযুক্ত সুরক্ষা দিতে হবে।
ডিওয়াইএফ‌আই তাদের সংগঠনের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষা দেবার দাবি জানাই।

২) বাজারে মাস্ক, স্যানিটাইজারের কালোবাজারি বন্ধ করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩) ঔষধের দোকানে সকল প্রকার ঔষধ যাতে পাওয়া যায়, সেকারনে ঔষধ সরবরাহের কাজে গতি আনতে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

৪) অবিলম্বে প্রতিটি মানুষের জন্য করোনা ভাইরাসের টেস্টের ব্যবস্থা করতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।