দীপঙ্কর সমাদ্দার: চিন্তন নিউজ:১৪ই অক্টোবর:- আজ সিপিআইএম বাগডোগরা গোসাই পুর এরিয়া কমিটির ডাকে ১৮ দফা দাবিতে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন দেওয়া হল। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক শীতল দত্ত, হেমন্ত বর্মন, পূর্ণ বাহাদুর সুব্বা, রেনুকা রসইলি, সবিটা ঠাকুর, দীনেশ রায়, দীপঙ্কর দাস, প্রশান্ত মুখার্জি, শিবানী দাশগুপ্ত, পলাশ ঘোষ, সম্ভু কর্মকার, উত্তম সেন, দিলীপ মল্লিক, বিকি তামাং, সুমন দাস, রিংকু সমাদ্দার ও অন্যান্যরা।
দাবি- ১) ১০০দিনের কাজ ২০০ দিন করতে হবে, ১০০ দিনের কাজে, কাজ দিতে না পারলে হাজিরা দিতে হবে। ২) যারা এখনও আবেদন করেও ডিজিটাল রেশন কার্ড পাইনি, তাদের পুরনো কার্ড এ রেশন দিতে হবে। সঙ্গে নতুন ডিজিটাল রেশন কার্ড এর ব্যবস্থা করতে হবে। ৩) করোনা পরিস্থিতি তে বিনামূল্যে আগমি ১ বছর নতুন ও পুরানো কার্ড এ সমস্ত গরীব মানুষকে ভালো চাল দিতে হবে। ৪) লোয়ার বাগডোগরা একটি আধুনিক কমিউনিটি হল (Auditorium) তৈরি করতে হবে। ৫) পুজোর আগে ফ্লাই ওভার এর উপর ও নিচের এশিয়ান হাইওয়ের ২ কতৃপক্ষের সাথে কথা বলে সমস্ত স্ট্রিট লাইট গুলি জ্বালানোর ব্যবস্থা করতে হবে । ৬) এয়ারপোর্ট মোড় শশান ঘাটে সরকারি উদ্যোগে বৈদ্যুতিক চুল্লির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ কেন? ৭) সরকারি জমিতে বসাসকারীদের অবিলম্বে পাট্টা-র ব্যবস্থা করতে হবে। ৮) বাউনিভিতা ও নায়াবস্তী এলাকায় একটি করে বাংলা ও হিন্দি মাধ্যম জুনিয়ার হাই স্কুলের ব্যবস্থা করতে হবে। ৯) এ.ই.এস কলোনি ও মসজিদ পাড়ায় সুষ্ঠ নিকাশি রাস্তা, নদিবাঁধ ও লোয়ার বাগডোগরা বিস্তীর্ণ এলাকায় বিশুদ্ধ পানিও জলের ব্যবস্থা করতে হবে। ১০) বাগডোগরা এ উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসন এর জন্য দু’ দু’বার মন্ত্রীর হাতে শিলান্যাস হওয়া সত্বেও এখনও অবধি মার্কেট কমপ্লেক্স তৈরি হলো না কেন? অবিলম্বে সেই মার্কেট কমপ্লেক্স তৈরি করে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে হবে, সহ ৮ দফা দাবি জানানো হয়েছে।