কিংশুক ভট্টাচার্য্য,বাঁকুড়া: চিন্তন নিউজ: ২২শে জুন:- আজ ভারতের ছাত্র ফেডারেশন বড়জোড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে ছাত্র ছাত্রীদের বেশ কয়েক দফা ন্যায় সংগত দাবীতে ব্লক অফিসে ডেপুটেশন কর্মসূচী পালন করা হয়। রাজ্য জুড়ে, বাধ্যতামুলক অন লাইন শিক্ষা, বিদ্যালয়ের ফিস্ মকুব, কোর্স সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া চলবে না ইত্যাদি দাবীতে ছাত্ররা ভারতের ছাত্র ফেডারেশনের নেতৃত্বে লাগাতার বিক্ষোভ কর্মসূচী ও অন্যান্য কর্মসূচীর মধ্য দিয়ে আন্দোলন করে চলেছেন।
বড়জোড়ায় আজ সেই আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে ব্লক আধিকারিকের মাধ্যমে ছাত্রদের দাবীপত্র রাজ্য শিক্ষা দপ্তরে পাঠানর উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন দেবার পূর্বে সংক্ষিপ্ত সভায় উপস্থিত কর্মী ও সাধারন ছাত্র ছাত্রীদের সামনে দারীসনদে উল্লিখিত দাবী সমূহ ব্যাখ্যা করেন ডেপুটেশনে নেতৃত্ব দানকারি নেতৃবৃন্দ।
এই কর্মসূচীতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সাগর শিট, জেলা নেতা বিবেক ভট্টাচার্য, শুভাশিস গড়াই, শেখ রিয়াজ, সায়ক মিত্র ইত্যাদি। এই কর্মসূচী তে বেশ উল্লেখযোগ্য সংখ্যায় কর্মী উপস্থিতি ছিলেন।