জেলা

দেশের ধর্ম নিরপেক্ষতা রক্ষার বার্তা নিয়ে দুর্গাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ


চিন্তন ওয়েব ডেস্ক, দুর্গাপূর,৬ ই ডিসেম্বর:পঃবঃ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের ইস্পাত শাখা , দুর্গাপুর এর উদ‍্যোগে আজ সকালে ১ নং বিদ‍্যাসাগর এভিনিউ এ বাবরি মসজিদ ধ্বংসের ২৯ তম বর্ষে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন করা হয় গান – কবিতা – নাটক ও কথায়। তমালী ও সঞ্চালী ঘোষ এর গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । শচীদুলাল আকুড়িয়া , শ‍্যামল ব‍্যানার্জীর আবৃত্তি এবং ‘ ভারতীয় গণনাট‍্য সঙ্ঘ অন্বেষন ‘ ও ‘শিল্পায়ন দুর্গাপুর ‘ এর নাটকের মধ্যে ধ্বনিত হয় সম্প্রীতির বার্তা ।

সবশেষে আজকের বিষয় ” ধর্মীয় উন্মত্ততা , বিপন্ন সময় ও শিল্পী ,সাহিত্যিকদের ভূমিকা ” এই বিষয়ে আলোচনা করেন কবি ঘোষ মহাশয়।

এক‌ই সাথে শাখার পত্রিকা ‘ইস্পাতের কলম’ এর এই বছরের উৎসব সংখ‍্যা প্রকাশিত হয়। প্রকাশ করেন প্রখ‍্যাত কবি দিশারী মুখার্জি। কবি গিরীন্দ্রনাথ চাকী মহাশয় , শ্রীমতী রেনুকা মুখার্জি ও শ্রীমতী ঝর্না মুখার্জি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।