রাজ্য

বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্ত বন্ধ!


রণদীপ মিত্র:চিন্তন নিউজ:২৭শে আগস্ট:–বোলপুর, ২৬ আগস্টঃ ময়না তদন্ত বন্ধ বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তিন দিন ধরে চলছে এই অচলাবস্থা। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ৩৫ কিলোমিটার দূরে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এতে সমস্যায় পড়ছেন মৃতের পরিবার। জানা গেছে, দীর্ঘ দিন ধরে বোলপুর মহকুমা হাসপাতালে ডোমের কাজ করতেন সুবেলাল ডোম। তাঁর মৃত্যুর পর কে এই কাজ করবে এই নিয়ে দুই ডোমের দ্বন্দ্ব শুরু হয়েছে। সেই দ্বন্দ্বের জেরে শুক্রবার থেকে বোলপুর মহকুমা হাসপাতালে বন্ধ রয়েছে ময়নাতদন্ত। ফলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে হচ্ছে ৩৫ কিলোমিটার দূরে সিউড়ি সদর হাসপাতালে। এতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে মৃতের পরিবারকে। নাজেহাল হাসপাতাল কর্তৃপক্ষও। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি বলেন, “ডোম না থাকায় ময়নাতদন্ত নিয়ে সমস্যা হচ্ছে। জেলা শাসককে জানিয়েছি। অবিলম্বে বৈঠক করে বিষয়টি সমাধান করা হবে।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।