রণদীপ মিত্র:চিন্তন নিউজ:২৭শে আগস্ট:–বোলপুর, ২৬ আগস্টঃ ময়না তদন্ত বন্ধ বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তিন দিন ধরে চলছে এই অচলাবস্থা। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ৩৫ কিলোমিটার দূরে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এতে সমস্যায় পড়ছেন মৃতের পরিবার। জানা গেছে, দীর্ঘ দিন ধরে বোলপুর মহকুমা হাসপাতালে ডোমের কাজ করতেন সুবেলাল ডোম। তাঁর মৃত্যুর পর কে এই কাজ করবে এই নিয়ে দুই ডোমের দ্বন্দ্ব শুরু হয়েছে। সেই দ্বন্দ্বের জেরে শুক্রবার থেকে বোলপুর মহকুমা হাসপাতালে বন্ধ রয়েছে ময়নাতদন্ত। ফলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে হচ্ছে ৩৫ কিলোমিটার দূরে সিউড়ি সদর হাসপাতালে। এতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে মৃতের পরিবারকে। নাজেহাল হাসপাতাল কর্তৃপক্ষও। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি বলেন, “ডোম না থাকায় ময়নাতদন্ত নিয়ে সমস্যা হচ্ছে। জেলা শাসককে জানিয়েছি। অবিলম্বে বৈঠক করে বিষয়টি সমাধান করা হবে।”
Related Articles
শিক্ষা প্রশাসনে চরম অব্যাবস্থা, অচলাবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে
চৈতালি নন্দী, চিন্তন নিউজ, ১৭ জুলাই: স্কুল সার্ভিস কমিশন ও ডি আই অফিসের মধ্যে সমন্বয়ের অভাবে অচলাবস্থা তৈরী হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে। এর ফলে অশেষ ভোগান্তির মুখে পড়ছেন ভাবী ও নতুন শিক্ষকরা। কোথাও প্রধান শিক্ষক থাকা সত্বেও একই স্কুলে পাঠানো হচ্ছে প্রধান শিক্ষক, কোথাও প্রয়োজন রসায়নের শিক্ষক কিন্তু এসে যাচ্ছে অঙ্কের শিক্ষক। স্কুল শিক্ষা কমিশনের […]
নতুন দূর্ভোগে কলকাতাবাসী,
সুপর্ণা রায়: চীন্তন নিউজ:৩১শে মে:- এবার আর এক নতুন দূর্ভোগে কলকাতাবাসী, বিপদ আর পিছন ছাড়ছে না কিছুতেই পশ্চিমবঙ্গের মানুষদের।। একে অতিমাত্রায় করোনা সংক্রমণ ,উম্ফুন ঘূর্ণিঝড় , লকডাউন পরিস্থিতি ,পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর সমস্যা এবার তার উপর যোগ হল শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে দেখা যাচ্ছে চুল্লি খারাপ।। করোনা সংক্রমণের কারণে যাদের মৃত্যু ঘটেছে তাদের গত ছয় […]
কাঁকিনাড়ায় বোমার আঘাতে মৃত্যু, আহত হওয়া নিত্যদিনের ঘটনা।প্রতিকারহীন প্রশাসন।
সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২১শে সেপ্টেম্বর:–কাঁঁকিনাড়াতে বোম ফেটে আহত গ্যাংম্যান-। কাকিনাড়াতে দুষ্কৃতিদের রাখা বোমাতে গুরুতর ভাবে আহত হলেন এক গ্যাংম্যান ।তার নাম- রাজকুমার রায়।। সকাল ১১:৩০ নাগাদ এই মর্মান্তিক ঘটনাটা ঘটে।। তিনি এখন রেল হাসপাতালে চিকিৎসার জন্য রয়েছেন এবং রেল শ্রমিকরা আতঙ্কে ভুগছে।। রাজকুমার দাস থাকেন রেলের কোয়ার্টারে। এক নম্বর প্যাল্টফর্মের গায়ে একটি ঘর আছে সেখানে থাকে […]