দেবু রায়: চিন্তন নিউজ:২রা জানুয়ারি২০২১:- বছরের প্রথম দিনে সফদর হাশমি স্মরণে বিশেষ কর্মসূচি যাদবপুরের জ্যোতিদেবী শ্রমজীবী ক্যান্টিনের সামনে…. গান এবং পথনাটকের মধ্য দিয়ে স্মরণ করা হলো সফদর হাশমিকে। গান পরিবেশন করলেন সোনালী ব্যানার্জী। নাটক হলো পরপর তিনটি পরিবেশনায়ঃ গড়িয়া সুচর্চা থিয়েটার (Goria Sucharcha Group Theatre) পরিচালনায় সায়ন ঘটক। উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক কমরেড সুজন চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ কমরেড বিকাশরঞ্জন ভট্টাচার্য্য, প্রাক্তন মন্ত্রী কমরেড দেবেশ দাস, কমরেড শতরূপ ঘোষ, কমরেড সুদীপ সেনগুপ্ত কমরেড সুব্রত দত্ত, কমরেড বরেন মুখোপাধ্যায় এবং কমরেড বিষ্ণু ঘটক সহ অন্যান্য নেতৃত্ব।
অপর দিকে আজ গড়ফা শ্রমজীবী ক্যান্টিনের ১৫০তম দিন উপলক্ষে মুকুন্দপুরে একটি জনসভার আয়োজন করা হয় , বক্তা ছিলেন মোহম্মদ সেলিম, রাজ্য সভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচাৰ্য , ও এলাকার বিধায়ক সুজন চক্রবর্তী, সভায় এলাকার সাধারন মানুষের উপস্থিতি ভলোই ছিলো .