জেলা

গণতন্ত্র বনাম প্রশাসন—-


কাকলি চ্যাটার্জী: চিন্তন নিউজ:২৮ শে আগস্ট:- অধিকার অর্জনে আজ দেশব্যাপী পথে নামলো বামপন্থী মহিলা গণসংগঠনগুলো। গণতন্ত্র পুনরুদ্ধার, সমকাজে সমবেতন, প্রকল্প কর্মীদের বেতনবৃদ্ধি-সুরক্ষা, মহিলাদের ওপর বিশেষ করে দলিত আদিবাসীদের ওপর লাগাতার অন্যায় আচরণ-দলবদ্ধ ধর্ষণ, খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যখাতে ব্যয়বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে পথে নেমে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল আজ হাজরা মোড়ে কলকাতা জেলা মহিলা বামসংগঠনগুলোর উদ্যোগে।

গণতন্ত্র যে দূর অস্ত সভা শুরুর আগেই জানান দিল পুলিশ প্রশাসন। পরীক্ষার আগে শাসকদের তারস্বরে মাইক বাজিয়ে মিথ্যাচার অথবা জলসা বা শনিপূজো-মনসাপূজো কোনোকিছুই নিয়মের বেড়াজালে আটকায় না। কিন্তু বামপন্থী মহিলাদের শানিত যুক্তিমালাকে এত ভয় যে মাইক ব্যবহারে অনুমতি পাওয়া যায় না। অনেক যুক্তিতর্কের পর আধঘণ্টা মাইক ব্যবহারের অনুমতি মেলে। তিরিশ মিনিট পার হ’তেই এক মহিলা পুলিশকর্মীর চোখরাঙানি শুরু হয়। বাধ্য হয়ে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা বক্তব্য রাখেন মাইক ছাড়াই। সহযোদ্ধাদের লড়াকু মনোভাব ও ধৈর্যের মানসিকতা আজ কর্মসূচি সাফল্যের পথে এক মাইলফলক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।